|
আগামী আজ (রোববার) বিকেল ৩টায় চলতি আগস্ট মাসের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর নতুন মূল্য ঘোষণা করা হবে। এই ঘোষণাটি হবে ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) ঢাকার কমিশন কার্যালয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত আগস্ট ২০২৫ মাসের সৌদি সিপি (সিআরআইপি) অনুযায়ী ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য নির্ধারণ করা হবে। গত ২ জুলাই এলপিজির দাম সমন্বয় করা হয়, তখন ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৯ টাকা কমিয়ে ১,৩৬৪ টাকা নির্ধারণ করা হয়। এ ছাড়া আজ অটোগ্যাসের নতুন দামও ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে। ভোক্তারা আজ বিকেলে ঘোষণার অপেক্ষায় রয়েছে এলপিজি ও অটোগ্যাসের মূল্য পরিবর্তনের বিষয়ে। |
শিরোনাম :
এলপি গ্যাসের দাম বাড়বে নাকি কমবে, জানা যাবে বিকেলে
-
অনলাইন ডেস্ক - আপডেট সময় : ০৭:০২:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
- ৩০ বার পড়া হয়েছে
Tag :

















