কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ঢাকা দক্ষিণ কমিশনারেট কর্মরত মানষ কুমার বর্মন উপ-কমিশনার জাতীয় রাজস্ব বোর্ডের ঐক্য পরিষদের আন্দোলনে ঢাকা দক্ষিণ কমিশনারেট কর্মকর্তা কর্মচারীকে নিয়ে আন্দোলনে অংশগ্রহণ করেন। এই আন্দোলনকারীর কারণে দেশের অনেক বড় অর্থনৈতিক ক্ষতি হয়েছে। বাংলাদেশের অনেক কর্মকর্তা-কর্মচারীর কাছ থেকে এবং সাধারণ মানুষের কাছ থেকে জানা যায় মানস কুমার বর্মনের কারণে এ আন্দোলন বেগবান হয় এবং মানষ কুমার বর্মন চেয়ারম্যানের পদত্যাগের প্রথম দাবি তুলে ধরেন। তার ধারাবাহিকতায় সকলে স্লোগান দিতে বাধ্য হয়। বাংলাদেশ কাস্টমস ডিপার্টমেন্টের কর্মচারী কর্মকর্তার হুকুমের গোলাম কর্মচারীর প্রতি দিন চাকরি খেয়ে ফেলার কিছু কিছু কর্মকর্তা হুমকিধামকি দিয়ে থাকেন। তারই একজন মানষ কুমার বর্মন উপকমিশনার ঢাকা দক্ষিণ কাস্টমস ভ্যাটে কর্মরত আছেন। তার কারনে ঢাকা দক্ষিণ কমিশনারেটের কাষ্টমস কর্মচারী ঐক্য পরিষদের আন্দোলনে যেতে বাধ্য হয়। মানস কুমার বর্মন তার শাস্তির দাবিও একাধিক সাধারণ ব্যবসায়ীগণ জানায়।
সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারী (নাম বলতে অনিচ্ছুক) তারা জানায়, মানস কুমার বর্মনকে দেখা যায় আন্দোলনে এবং মিছিলে। মানষ কুমার বর্মন সববিষয়ে জোরালো ভুমিকা রাখেন। তাকে কেন সাসপেন্ড অথবা অবসরে দেয়া হয়নি মাননীয় অর্থ উপদেষ্টা এবং চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড এর কাছে প্রশ্ন তুলেছে……..

বিশেষ প্রতিনিধি 



















