ঢাকা ১২:১২ অপরাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নিজেদের চাঁদাবাজি ঢাকতে তরুণদের দায় দিচ্ছে বিএনপি: নাহিদ ইসলাম

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৪৯:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “৫ আগস্টের পর বিএনপির মাধ্যমে রাজনৈতিক চাঁদাবাজির নতুন রূপ ছড়িয়ে পড়েছে। এখন নিজেদের ব্যর্থতা ও অপরাধ ঢাকতেই তরুণদের ঘাড়ে দায় চাপানো হচ্ছে।”

মঙ্গলবার (২৯ জুলাই) সকালে টাঙ্গাইলে ‘জুলাই পদযাত্রা ২০২৫’-এর আগে এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “বিএনপি রাষ্ট্র সংস্কারে কোনো উদ্যোগ নেয়নি। তাদের আয়ের উৎস ও ব্যয়ের হিসাব জনসমক্ষে নেই। চাঁদাবাজির অর্থনীতির ভিত্তিতে যদি রাজনীতি চলে, তাহলে সেটা শুধু দুর্নীতি নয়, জাতির ভবিষ্যতের জন্য হুমকিস্বরূপ।”

তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর উদ্দেশ্যে বলেন, “নিজ দলের চাঁদাবাজি নিয়ন্ত্রণে তার কার্যকর পদক্ষেপ নেয়া উচিত।”

‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, “শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, এই সনদকে গণপরিষদ, গণভোট বা এলএফও-এর (Law Formulation Ordinance) মাধ্যমে সাংবিধানিক বৈধতা দিতে হবে। পরবর্তী নির্বাচিত সরকারকে এই সনদের বাস্তবায়নে বাধ্য করতে হবে।”

নির্বাচন কমিশনের নিয়োগ প্রক্রিয়ার উদাহরণ টেনে তিনি বলেন, “যদি ইসি’র জন্য নিয়োগ কমিটি হয়, তাহলে দুদক ও পিএসসি’র মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠানেও একই রকম স্বচ্ছ ও নিরপেক্ষ নিয়োগব্যবস্থা থাকা উচিত। তরুণ প্রজন্ম দলীয়করণের বিরুদ্ধে এবং নিরপেক্ষতার পক্ষে।”

Tag :

নিজেদের চাঁদাবাজি ঢাকতে তরুণদের দায় দিচ্ছে বিএনপি: নাহিদ ইসলাম

আপডেট সময় : ০৭:৪৯:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “৫ আগস্টের পর বিএনপির মাধ্যমে রাজনৈতিক চাঁদাবাজির নতুন রূপ ছড়িয়ে পড়েছে। এখন নিজেদের ব্যর্থতা ও অপরাধ ঢাকতেই তরুণদের ঘাড়ে দায় চাপানো হচ্ছে।”

মঙ্গলবার (২৯ জুলাই) সকালে টাঙ্গাইলে ‘জুলাই পদযাত্রা ২০২৫’-এর আগে এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “বিএনপি রাষ্ট্র সংস্কারে কোনো উদ্যোগ নেয়নি। তাদের আয়ের উৎস ও ব্যয়ের হিসাব জনসমক্ষে নেই। চাঁদাবাজির অর্থনীতির ভিত্তিতে যদি রাজনীতি চলে, তাহলে সেটা শুধু দুর্নীতি নয়, জাতির ভবিষ্যতের জন্য হুমকিস্বরূপ।”

তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর উদ্দেশ্যে বলেন, “নিজ দলের চাঁদাবাজি নিয়ন্ত্রণে তার কার্যকর পদক্ষেপ নেয়া উচিত।”

‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, “শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, এই সনদকে গণপরিষদ, গণভোট বা এলএফও-এর (Law Formulation Ordinance) মাধ্যমে সাংবিধানিক বৈধতা দিতে হবে। পরবর্তী নির্বাচিত সরকারকে এই সনদের বাস্তবায়নে বাধ্য করতে হবে।”

নির্বাচন কমিশনের নিয়োগ প্রক্রিয়ার উদাহরণ টেনে তিনি বলেন, “যদি ইসি’র জন্য নিয়োগ কমিটি হয়, তাহলে দুদক ও পিএসসি’র মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠানেও একই রকম স্বচ্ছ ও নিরপেক্ষ নিয়োগব্যবস্থা থাকা উচিত। তরুণ প্রজন্ম দলীয়করণের বিরুদ্ধে এবং নিরপেক্ষতার পক্ষে।”