স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম বলেছেন, “বায়ান্নর ভাষা আন্দোলন, ঊনসত্তরের গণআন্দোলন, একাত্তরের মুক্তিযুদ্ধ— সবই আমাদের ইতিহাসের গৌরব। কিন্তু ২০২৪ সালের জুলাইয়ে আমরা যে অসংখ্য ছাত্রজনতাকে হারিয়েছি, তাদের আত্মত্যাগ কোনোভাবেই ভুলে যাওয়ার নয়।”
আজ সোমবার রাজধানীর শাহবাগে শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত ‘জুলাই পুনর্জাগরণ’ স্মরণসভায় তিনি এ কথা বলেন। স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে আহত জুলাইযোদ্ধাদের সেবায় নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে স্বাস্থ্যকর্মীদের সাহসী ভূমিকা নিয়ে একটি প্রামাণ্যচিত্র (ডকুমেন্টারি) প্রদর্শন করা হয়।
স্বাস্থ্য উপদেষ্টা আরও বলেন, “মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় আমরা যেসব শিশু ও শিক্ষার্থীকে হারিয়েছি, তাদের জন্য আমাদের যত চেষ্টা থাকুক, সেই শোকের ভার পরিবারগুলোকেই বয়ে বেড়াতে হবে। তবে আমরা আহতদের চিকিৎসায় কোনও কমতি রাখিনি। চিকিৎসক, নার্স, টেকনোলজিস্টরা নিরলসভাবে কাজ করছেন।”
তিনি বলেন, “আমি প্রার্থনা করি, আর কোনও বিভীষিকা যেন আমাদের স্পর্শ না করে। আসুন, আমরা সবাই মিলে একটি সহনশীল ও মানবিক বাংলাদেশ গড়ে তুলি।”

অনলাইন ডেস্ক 















