পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, “জুলাই হত্যাকাণ্ডে জড়িত এবং নির্দেশদাতারা কীভাবে দেশ ছেড়ে পালিয়ে যেতে পারল—এই প্রশ্নের উত্তরও বিচার প্রক্রিয়ার অংশ হওয়া উচিত।”
তিনি আরও বলেন, “যদি তাদের দেশের অভ্যন্তরে সমর্থন না থাকত, তাহলে তারা পালিয়ে যেতে পারত না। খুনিদের পালানোর সুযোগ করে দেওয়ার দায় এড়ানোর সুযোগ কারও নেই।”
মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট-এ ‘জুলাই গণহত্যার বিচার: আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শন’ শীর্ষক আয়োজনে তিনি এসব মন্তব্য করেন। অনুষ্ঠানটি আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠানমালার অংশ হিসেবে অনুষ্ঠিত হয়।
সৈয়দা রিজওয়ানা বলেন, “অভিযুক্তরা অনুপস্থিত থাকায় ট্রাইব্যুনাল রায় দিলেও, প্রকৃতপক্ষে তাদের মুখোমুখি করে বিচার করা সম্ভব হচ্ছে না। রায় হবে ঠিকই, কয়েকজন সাজা পাবে, কিন্তু অধিকাংশই থেকে যাবে বিচারের বাইরে। এটা মেনে নেওয়া যায় না। এই বিচারের ফাঁকগুলো নিয়ে ভাবতে হবে।”
তিনি গ্রেপ্তার-বাণিজ্য ও মামলা-বাণিজ্য নিয়েও উদ্বেগ প্রকাশ করে বলেন, “এই সংস্কৃতি এখনো পুরোপুরি বন্ধ হয়নি।”
“রাজনৈতিক সংস্কৃতির যদি পরিবর্তন না হয়, তাহলে প্রাতিষ্ঠানিক পরিবর্তন কখনো টেকসই হবে না,”— উল্লেখ করে তিনি বলেন, “নেতাদের উচিত ব্যক্তিস্বার্থ বা দলীয় স্বার্থ নয়, বরং জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়া।”

অনলাইন ডেস্ক 















