ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে ৫ হত্যাকাণ্ডের মামলা: ৩ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৫৩:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুর, ২৮ জুলাই ২০২৫ – জুলাই–আগস্ট আন্দোলনের অংশ হিসেবে ঘটে যাওয়া নৃশংস ঘটনায় ছাত্র-জনতার প্রতিবাদমুখী কর্মসূচিতে হামলার অভিযোগে অভিযুক্ত লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারী, সদর উপজেলার দিঘলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন জাবেদ এবং জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহীন আলম-কে শোকন অ্যারেস্ট দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল‑২। একই সঙ্গে এই মামলায় ২৮ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন নির্ধারণ করা হয়েছে

এ সংক্রান্ত আদেশ দিয়েছেন ট্রাইব্যুনালের চেয়ার‌ম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট বিচারিক প্যানেল। হেড প্যানেলের অন্য দুই সদস্য ছিলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। প্রসিকিউশনের পক্ষে প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এবং প্রসিকিউটর গাজী এম এইচ তামিম আদালতে শুনানিতে অংশ গ্রহণ করেন

গত ১৬ জুলাই একই প্লাটফর্মে তিন আসামিকে হাজির ও গ্রেফতারের জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। এরপর ২৮ জুলাই তাদের গুলির ভয়াবহতায় মানবতাবিরোধী অপরাধের আওতায় ট্রাইব্যুনাল-২-এর বিচারকরা এই নতুন নির্দেশটি দেন

তারিখ ও স্থান: ২০২৪ সালের ৪ আগস্ট, লক্ষ্মীপুর শহরের মাদাম ব্রিজ ও তমিজ মার্কেট এলাকায় ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলনে হামলা চালানো হয় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের দ্বারা।

নিহত: লক্ষ্য করা হয় যে, ওই হামলায় চার শিক্ষার্থীসহ পাঁচজন নিহত হন – আল আসাদ আফনান, সাব্বির হোসেন রাসেল, কাউসার হোসেন, ওসমান গণি ও মো. সুজন। আফনান শহরের মাদাম ব্রিজ, অন্যান্যরা তমিজ মার্কেট এলাকায় গুলিবিদ্ধ হন

আদালতে মামলা: নিহতদের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা চলমান রয়েছে।

Tag :

লক্ষ্মীপুরে ৫ হত্যাকাণ্ডের মামলা: ৩ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ

আপডেট সময় : ০৬:৫৩:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫

লক্ষ্মীপুর, ২৮ জুলাই ২০২৫ – জুলাই–আগস্ট আন্দোলনের অংশ হিসেবে ঘটে যাওয়া নৃশংস ঘটনায় ছাত্র-জনতার প্রতিবাদমুখী কর্মসূচিতে হামলার অভিযোগে অভিযুক্ত লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারী, সদর উপজেলার দিঘলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন জাবেদ এবং জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহীন আলম-কে শোকন অ্যারেস্ট দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল‑২। একই সঙ্গে এই মামলায় ২৮ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন নির্ধারণ করা হয়েছে

এ সংক্রান্ত আদেশ দিয়েছেন ট্রাইব্যুনালের চেয়ার‌ম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট বিচারিক প্যানেল। হেড প্যানেলের অন্য দুই সদস্য ছিলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। প্রসিকিউশনের পক্ষে প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এবং প্রসিকিউটর গাজী এম এইচ তামিম আদালতে শুনানিতে অংশ গ্রহণ করেন

গত ১৬ জুলাই একই প্লাটফর্মে তিন আসামিকে হাজির ও গ্রেফতারের জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। এরপর ২৮ জুলাই তাদের গুলির ভয়াবহতায় মানবতাবিরোধী অপরাধের আওতায় ট্রাইব্যুনাল-২-এর বিচারকরা এই নতুন নির্দেশটি দেন

তারিখ ও স্থান: ২০২৪ সালের ৪ আগস্ট, লক্ষ্মীপুর শহরের মাদাম ব্রিজ ও তমিজ মার্কেট এলাকায় ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলনে হামলা চালানো হয় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের দ্বারা।

নিহত: লক্ষ্য করা হয় যে, ওই হামলায় চার শিক্ষার্থীসহ পাঁচজন নিহত হন – আল আসাদ আফনান, সাব্বির হোসেন রাসেল, কাউসার হোসেন, ওসমান গণি ও মো. সুজন। আফনান শহরের মাদাম ব্রিজ, অন্যান্যরা তমিজ মার্কেট এলাকায় গুলিবিদ্ধ হন

আদালতে মামলা: নিহতদের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা চলমান রয়েছে।