জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের সম্প্রতি একটি এমন মন্তব্য করেছেন যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। তিনি বলেন, “ঢাকার নদী, বিশেষ করে বুড়িগঙ্গা পরিস্কার রাখতে চাইলে মেয়র, এমপি, ডিসি, এসপি, ডিআইজি, কমিশনার, মন্ত্রীসহ রাজনীতিবিদদের বছরে অন্তত দু’বার নদীতে গোসল করতে হবে।”
এহসানুল মাহবুব জুবায়েরের মতে, যদি রাজনীতিবিদরা নিজেদের মাঝে নদীতে গোসলের অভ্যাস চালু করেন, তবে জনগণ তাদের দেখেই নদী পরিষ্কারের দিকে আগ্রহী হবে। তার এই বক্তব্যটি শনিবার (২৬ জুলাই) রাজধানীর একটি আলোচনা সভায় দেওয়া হয় এবং পরে এটি সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।
এদিকে, তার এই মন্তব্যের প্রশংসা করেছেন সরকারের বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। তিনি বলেন, “আমি এক পোস্ট পড়ছিলাম, সেখানে লেখা ছিল, ‘ঢাকার খালগুলোতে রাজনীতিবিদ, মেয়র, ডিসিদের বছরে দুবার গোসল করার বিধান থাকলে পরিবেশ ঠিক হয়ে যাবে’। এটি একজন জামায়াত নেতা বলেছেন।”
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, “এটি আসলেই একটি চমৎকার ধারণা। আমার মাথায় এই বুদ্ধি আসেনি, তবে আমি সম্মান রেখে বলছি— রাজনীতিবিদরাই দেশের বড় সমস্যাগুলোর সমাধান দিতে পারবেন। তাদের পদক্ষেপের মাধ্যমে আমরা পরিবেশগত সমস্যা সমাধানে বড় কিছু দেখতে পারি।”
রেজওয়ানা হাসান আরও বলেন, “আমাদের দেশের রাজনীতির প্রথা যদি সফল হতো, তাহলে হয়তো আমাদের আর এ ধরনের দায়িত্ব নিতে হতো না। কিন্তু, শেষ সমাধানটা রাজনীতিবিদদের মাধ্যমেই আসবে।”
এখনও পর্যন্ত জামায়াত নেতার প্রস্তাবটির নিয়ে ব্যাপক আলোচনা চলছে এবং এটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসিত হচ্ছে, বিশেষ করে পরিবেশ সংরক্ষণ বিষয়ক আলোচনায় নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করেছে।

অনলাইন ডেস্ক 















