জাতিসংঘ সদর দপ্তরে ফিলিস্তিন সংকটের শান্তিপূর্ণ সমাধান ও দ্বিরাষ্ট্র ভিত্তিক সমাধান বাস্তবায়ন বিষয়ক উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
রোববার (২৭ জুলাই) সকালে তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হন। নিউইয়র্কে অনুষ্ঠিতব্য দুই দিনব্যাপী এ সম্মেলনটি ২৮ ও ২৯ জুলাই অনুষ্ঠিত হবে। জাতিসংঘ সাধারণ পরিষদের ২০২৪ সালের ডিসেম্বরের গৃহীত প্রস্তাব এ/আরইএস/৭৯/৮১ এর ভিত্তিতে ফ্রান্স ও সৌদি আরব যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করছে।
উক্ত সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী, জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আন্তর্জাতিক নীতিনির্ধারকেরা অংশগ্রহণ করবেন। সম্মেলনের মূল লক্ষ্য হলো—গাজা সংকট নিরসনে আন্তর্জাতিক ঐকমত্য গঠন, বাধাহীন মানবিক সহায়তা প্রবাহ নিশ্চিত করা এবং ফিলিস্তিন রাষ্ট্রকে আন্তর্জাতিক স্বীকৃতির ক্ষেত্রে সমর্থন জোরদার করা।
তিন দিনব্যাপী সফর শেষে আগামী শুক্রবার (১ আগস্ট) সকালে পররাষ্ট্র উপদেষ্টার দেশে ফিরে আসার কথা রয়েছে।
বাংলাদেশ দীর্ঘদিন ধরেই ফিলিস্তিনের ন্যায্য অধিকারের পক্ষে আন্তর্জাতিক পরিসরে সোচ্চার ভূমিকা রেখে আসছে। ১৯৮৮ সালে ফিলিস্তিন স্বাধীনতা ঘোষণার পর বাংলাদেশ প্রথম স্বীকৃতি প্রদানকারী দেশগুলোর অন্যতম। জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে ঢাকা বরাবরই ফিলিস্তিনের পাশে থাকার ঘোষণা দিয়ে আসছে।
এই সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টার অংশগ্রহণ বাংলাদেশের ঐতিহাসিক অবস্থান পুনর্ব্যক্ত এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কৌশলগত যোগাযোগ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

অনলাইন ডেস্ক 















