জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ বলেছেন,“পুরোনো সিস্টেমে, পুরোনো আইন দিয়ে বাংলাদেশ আর চলতে পারে না। আমরা বিচার, সংস্কার ও নতুন সংবিধানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু করতে চাই।”
শনিবার (২৬ জুলাই) দুপুরে মৌলভীবাজারের বেরিরপাড়ে অনুষ্ঠিত ‘দেশ গড়তে জুলাই পথযাত্রা’-এর পথসভায় তিনি এ মন্তব্য করেন।
এর আগে শহরের শহীদ মিনার থেকে পদযাত্রা শুরু হয়ে কোর্ট রোড ও শাহ মোস্তফা সড়ক প্রদক্ষিণ করে পথসভাস্থলে গিয়ে শেষ হয়। পদযাত্রায় হাজারো মানুষ অংশ নেন।
পুলিশ হত্যা প্রসঙ্গে বক্তব্য
বক্তব্যে নাহিদ বলেন,“পুলিশ হত্যাকে সামনে রেখে এখন অভ্যুত্থানকারী ছাত্র-জনতার ওপর দায় চাপানোর চেষ্টা চলছে। আমরা ৩ আগস্টের কর্মসূচিতে এক দফা স্পষ্ট করেছি—এই লড়াই শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে। আমাদের প্রতিরোধ ছিলো ফ্যাসিবাদ, নিপীড়ন ও জুলুমের বিরুদ্ধে।”
তিনি আরও বলেন,“যেভাবে আন্দোলনকারীদের ওপর দমন-পীড়ন চালানো হয়েছে, মানুষ বাধ্য হয়েছে প্রতিরোধ গড়ে তুলতে। আমাদের লক্ষ্য একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠন।”
সভায় নেতাদের উপস্থিতি
মৌলভীবাজার জেলা সমন্বয়কারী ফাহাদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন:
এনসিপির সদস্য সচিব আখতার হোসেন
মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী
সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস)-এর কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার
জাতীয় যুব শক্তির সংগঠক মারুফ আল হামিদ
সংগঠক জাকারিয়া ইমনসহ আরও অনেকে।

অনলাইন ডেস্ক 


















