ঢাকা ০৫:০২ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

পদোন্নতিসহ অপ্রয়োজনীয় ‘তদবির’ বন্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৫৪:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
  • ৬১ বার পড়া হয়েছে

পুলিশ সদস্যদের পদোন্নতি ও অন্যান্য প্রশাসনিক বিষয়ে অপ্রয়োজনীয় ‘তদবির’ বন্ধে কঠোর নির্দেশনা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার (২৬ জুলাই) মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কর্মস্থল থেকে অনুমতি ছাড়া মন্ত্রণালয়ে এসে তদবিরে লিপ্ত হওয়ার ঘটনাগুলো ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিব্রত করছে এবং দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি করছে। এ ধরনের অপ্রত্যাশিত আচরণ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

নির্দেশনার মূল বিষয়গুলো:

১. নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ সম্পূর্ণ নিষিদ্ধ।
২. পদোন্নতি বা অন্য কোনো বিষয়ে মন্ত্রণালয়ে তদবির থেকে বিরত থাকতে হবে।
৩. যথাসময়ে সম্পূর্ণ ও নির্ভুল প্রস্তাব পাঠাতে হবে।
৪. বিদেশ সফরের প্রস্তাবে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে জমা দিতে হবে।
৫. চিকিৎসা সংক্রান্ত বিদেশ সফরের ক্ষেত্রে মেডিকেল বোর্ডের সুপারিশসহ প্রতিবেদন সংযুক্ত করতে হবে।
৬. আন্তঃমন্ত্রণালয় যোগাযোগে ‘রুলস অব বিজনেস’ অনুসরণ বাধ্যতামূলক।
৭. প্রত্যেক কর্মকর্তাকে নিজ নিজ জেমস আইডি-তে (JAMES ID) তথ্য হালনাগাদ রাখতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, কিছু পুলিশ কর্মকর্তা মন্ত্রণালয়কে অবহিত না করে সরাসরি অন্য বিভাগে যোগাযোগ করছেন, যা প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে জটিলতা তৈরি করছে। একই সঙ্গে অনাকাঙ্ক্ষিত ও অসম্পূর্ণ প্রস্তাব পাঠানোর কারণে পদোন্নতি বা ছুটিসহ বিভিন্ন বিষয় বিলম্বিত হচ্ছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নির্দেশনাগুলো অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

পদোন্নতিসহ অপ্রয়োজনীয় ‘তদবির’ বন্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা

আপডেট সময় : ০৮:৫৪:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫

পুলিশ সদস্যদের পদোন্নতি ও অন্যান্য প্রশাসনিক বিষয়ে অপ্রয়োজনীয় ‘তদবির’ বন্ধে কঠোর নির্দেশনা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার (২৬ জুলাই) মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কর্মস্থল থেকে অনুমতি ছাড়া মন্ত্রণালয়ে এসে তদবিরে লিপ্ত হওয়ার ঘটনাগুলো ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিব্রত করছে এবং দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি করছে। এ ধরনের অপ্রত্যাশিত আচরণ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

নির্দেশনার মূল বিষয়গুলো:

১. নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ সম্পূর্ণ নিষিদ্ধ।
২. পদোন্নতি বা অন্য কোনো বিষয়ে মন্ত্রণালয়ে তদবির থেকে বিরত থাকতে হবে।
৩. যথাসময়ে সম্পূর্ণ ও নির্ভুল প্রস্তাব পাঠাতে হবে।
৪. বিদেশ সফরের প্রস্তাবে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে জমা দিতে হবে।
৫. চিকিৎসা সংক্রান্ত বিদেশ সফরের ক্ষেত্রে মেডিকেল বোর্ডের সুপারিশসহ প্রতিবেদন সংযুক্ত করতে হবে।
৬. আন্তঃমন্ত্রণালয় যোগাযোগে ‘রুলস অব বিজনেস’ অনুসরণ বাধ্যতামূলক।
৭. প্রত্যেক কর্মকর্তাকে নিজ নিজ জেমস আইডি-তে (JAMES ID) তথ্য হালনাগাদ রাখতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, কিছু পুলিশ কর্মকর্তা মন্ত্রণালয়কে অবহিত না করে সরাসরি অন্য বিভাগে যোগাযোগ করছেন, যা প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে জটিলতা তৈরি করছে। একই সঙ্গে অনাকাঙ্ক্ষিত ও অসম্পূর্ণ প্রস্তাব পাঠানোর কারণে পদোন্নতি বা ছুটিসহ বিভিন্ন বিষয় বিলম্বিত হচ্ছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নির্দেশনাগুলো অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।