রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আরও এক শিশুর মৃত্যু হলো। এবার না ফেরার দেশে পাড়ি জমাল সপ্তম শ্রেণির ছাত্র জারিফ ফারহান (১৩)।
শনিবার (২৬ জুলাই) সকাল সোয়া ৯টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।
তিনি জানান, জারিফের শ্বাসনালী পুড়ে গিয়েছিল এবং শরীরের প্রায় ৪০ শতাংশ ছিল দগ্ধ। গুরুতর অবস্থায় আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয় তাকে। তবে সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে।
এই মৃত্যু নিয়ে দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল ১৬ জনে। এখনও চিকিৎসাধীন আছেন ৩৯ জন, যাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
জারিফ মাইলস্টোন স্কুলের সপ্তম শ্রেণির ইংলিশ ভার্সনের শিক্ষার্থী ছিল। তার গ্রামের বাড়ি রাজবাড়ীর সদর উপজেলার শ্রীপুর এলাকায় হলেও পরিবারের সঙ্গে সে থাকত উত্তরার ১২ নম্বর সেক্টরের ৫ নম্বর রোডে।
জারিফের বাবা মো. হাবিবুর রহমান কান্নাজড়িত কণ্ঠে বলেন,
“আমার দুই সন্তানের মধ্যে জারিফ ছিল ছোট। ওর কত স্বপ্ন ছিল… সবই শেষ হয়ে গেল।”
জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রতিদিন নতুন করে মৃত্যুর খবর যেন ভারি করে তুলছে শোকের বাতাস। আহতদের পাশে রয়েছেন স্বজন, সহপাঠী ও সাধারণ মানুষ। ডাক্তাররা বলছেন, বাকি রোগীদের অনেকেই এখনো সংকটাপন্ন অবস্থায় রয়েছেন।

অনলাইন ডেস্ক 















