ঢাকা ০৫:০২ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ক্যাম্পাসে চলছে কাউন্সেলিং, উদ্বিগ্ন অভিভাবকরা

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৪১:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনার পর পাঁচ দিন কেটে গেলেও এখনো ট্রমা কাটিয়ে উঠতে পারেনি শিক্ষার্থীরা। এমন পরিস্থিতিতে চলতি সপ্তাহেও স্কুলের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ।

স্কুলের ইংলিশ শাখার দিয়াবাড়ি ক্যাম্পাসের অধ্যক্ষ ক্যাপ্টেন (অব.) জাহাঙ্গীর আলম খান জানান, দুর্ঘটনার তদন্ত এখনো চলছে এবং শিক্ষার্থীদের মানসিক অবস্থা এখনো স্বাভাবিক হয়নি। এ কারণে আপাতত কোনো ক্লাস বা পরীক্ষা নেওয়া সম্ভব নয়।

তিনি বলেন, “ক্যাম্পাসে তিনজন কাউন্সেলর রয়েছেন। শিক্ষার্থী ও অভিভাবকরা তাঁদের সঙ্গে দেখা করছেন, কথা বলছেন। কবে নাগাদ ক্লাস চালু হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে পরিস্থিতি অনুযায়ী আগামী সপ্তাহে কিছু ক্লাস চালু হতে পারে।”

স্মৃতির দহন থেকে মুক্ত নয় শিক্ষার্থীরা

শনিবার (২৬ জুলাই) সকাল থেকেই স্কুলের সামনের এলাকায় সাধারণ মানুষের জটলা লক্ষ্য করা যায়। উৎসুক জনতা গেটের ফাঁক দিয়ে ভেতরের পরিস্থিতি দেখার চেষ্টা করলেও শিক্ষার্থী ও অভিভাবকদের ক্যাম্পাসে প্রবেশে বাধা দেওয়া হয়নি।

বেলা ১১টার দিকে সপ্তম শ্রেণির ছাত্র জুনায়েদ সিদ্দিকী গলায় স্কুলের পরিচয়পত্র ঝুলিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে। আধা ঘণ্টা পরে বের হয়ে সে জানায়,
“ওই দিন বিকট শব্দে কানের পর্দা যেন ফেটে যাচ্ছিল। সবাই দৌড়াদৌড়ি শুরু করে দেয়। পরে দেখি, যেই ভবনে বিমান বিধ্বস্ত হয়েছে, সেখানে অনেক শিশুর হাত-পা ছড়িয়ে ছিটিয়ে আছে, অনেকেই আগুনে পুড়ে গেছে। এখনো রাতে ঘুমাতে গেলেই সেই দৃশ্য চোখে ভেসে ওঠে। এমন অবস্থায় ক্লাস বা পরীক্ষা কল্পনাও করতে পারছি না।”

স্কুলের সামনে জনসাধারণের ভিড়

ঘটনার পাঁচদিন পরও স্কুলের সামনের পরিবেশ এখনও বিষণ্নতায় মোড়ানো। গেটের বাইরে দাঁড়িয়ে অনেকে নীরবে ভেতরের দিকে তাকিয়ে আছেন, কেউ কেউ মোবাইল ফোনে ছবি তুলছেন। কর্তৃপক্ষ সাংবাদিকদের ক্যাম্পাসে ঢুকতে দিচ্ছে না—তবে শিক্ষার্থী ও অভিভাবকদের ঢুকতে দেওয়া হচ্ছে, যাতে তারা কাউন্সেলিং নিতে পারেন এবং নিজেদের সন্তানের মানসিক অবস্থার খোঁজ নিতে পারেন।

Tag :

ক্যাম্পাসে চলছে কাউন্সেলিং, উদ্বিগ্ন অভিভাবকরা

আপডেট সময় : ০৮:৪১:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনার পর পাঁচ দিন কেটে গেলেও এখনো ট্রমা কাটিয়ে উঠতে পারেনি শিক্ষার্থীরা। এমন পরিস্থিতিতে চলতি সপ্তাহেও স্কুলের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ।

স্কুলের ইংলিশ শাখার দিয়াবাড়ি ক্যাম্পাসের অধ্যক্ষ ক্যাপ্টেন (অব.) জাহাঙ্গীর আলম খান জানান, দুর্ঘটনার তদন্ত এখনো চলছে এবং শিক্ষার্থীদের মানসিক অবস্থা এখনো স্বাভাবিক হয়নি। এ কারণে আপাতত কোনো ক্লাস বা পরীক্ষা নেওয়া সম্ভব নয়।

তিনি বলেন, “ক্যাম্পাসে তিনজন কাউন্সেলর রয়েছেন। শিক্ষার্থী ও অভিভাবকরা তাঁদের সঙ্গে দেখা করছেন, কথা বলছেন। কবে নাগাদ ক্লাস চালু হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে পরিস্থিতি অনুযায়ী আগামী সপ্তাহে কিছু ক্লাস চালু হতে পারে।”

স্মৃতির দহন থেকে মুক্ত নয় শিক্ষার্থীরা

শনিবার (২৬ জুলাই) সকাল থেকেই স্কুলের সামনের এলাকায় সাধারণ মানুষের জটলা লক্ষ্য করা যায়। উৎসুক জনতা গেটের ফাঁক দিয়ে ভেতরের পরিস্থিতি দেখার চেষ্টা করলেও শিক্ষার্থী ও অভিভাবকদের ক্যাম্পাসে প্রবেশে বাধা দেওয়া হয়নি।

বেলা ১১টার দিকে সপ্তম শ্রেণির ছাত্র জুনায়েদ সিদ্দিকী গলায় স্কুলের পরিচয়পত্র ঝুলিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে। আধা ঘণ্টা পরে বের হয়ে সে জানায়,
“ওই দিন বিকট শব্দে কানের পর্দা যেন ফেটে যাচ্ছিল। সবাই দৌড়াদৌড়ি শুরু করে দেয়। পরে দেখি, যেই ভবনে বিমান বিধ্বস্ত হয়েছে, সেখানে অনেক শিশুর হাত-পা ছড়িয়ে ছিটিয়ে আছে, অনেকেই আগুনে পুড়ে গেছে। এখনো রাতে ঘুমাতে গেলেই সেই দৃশ্য চোখে ভেসে ওঠে। এমন অবস্থায় ক্লাস বা পরীক্ষা কল্পনাও করতে পারছি না।”

স্কুলের সামনে জনসাধারণের ভিড়

ঘটনার পাঁচদিন পরও স্কুলের সামনের পরিবেশ এখনও বিষণ্নতায় মোড়ানো। গেটের বাইরে দাঁড়িয়ে অনেকে নীরবে ভেতরের দিকে তাকিয়ে আছেন, কেউ কেউ মোবাইল ফোনে ছবি তুলছেন। কর্তৃপক্ষ সাংবাদিকদের ক্যাম্পাসে ঢুকতে দিচ্ছে না—তবে শিক্ষার্থী ও অভিভাবকদের ঢুকতে দেওয়া হচ্ছে, যাতে তারা কাউন্সেলিং নিতে পারেন এবং নিজেদের সন্তানের মানসিক অবস্থার খোঁজ নিতে পারেন।