ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য রয়েছে, সেটিকে আরও বেশি দৃশ্যমান ও কার্যকরভাবে তুলে ধরার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাতে রাজধানীর যমুনা সরকারি বাসভবনে চারটি বিরোধী রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে এক জরুরি বৈঠকে তিনি এই আহ্বান জানান।
বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামি, এনসিপি (ন্যাশনাল কনসেনসাস পার্টি), ও ইসলামী আন্দোলনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
ড. ইউনূস বলেন,”আপনাদের মধ্যে যে ঐক্য রয়েছে, সেটি যদি আরও দৃশ্যমান হয়, মানুষ স্বস্তি পাবে। ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে যদি একসঙ্গে থাকেন, জনগণের আস্থা বাড়বে। দেশের মানুষ সেটাই চায়।”
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন,“আলোচনা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে। রাজনৈতিক দলগুলো সরকারকে স্পষ্ট জানিয়েছে—ফ্যাসিবাদবিরোধী ঐক্যে তাদের মধ্যে কোনো মতভেদ বা বিরোধ নেই।”
তিনি আরও বলেন,“মাঠের রাজনীতিতে কখনও কখনও পারস্পরিক সমালোচনা হতে পারে, কিন্তু তা রাজনৈতিক কৌশলের অংশ। এর মানে এই নয় যে তারা একে অপরের বিরোধী। বরং তারা রাজনৈতিক সহযোগী।”
আইন উপদেষ্টা জানান, বৈঠকে রাজনৈতিক দলগুলো সরকারের প্রতি আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় আরও দৃঢ় ও ন্যায়সঙ্গত অবস্থান নেওয়ার অনুরোধ জানিয়েছে।
এদিকে বিএনপির পক্ষ থেকে বলা হয়,“নির্বাচনী প্রক্রিয়া যেন সুষ্ঠুভাবে অগ্রসর হয়, সে বিষয়ে সকল পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
বৈঠকে রাজনৈতিক দলগুলোর মধ্যে আগামী দিনগুলোতে একসাথে কর্মসূচি পালনের পরিকল্পনা ও পারস্পরিক সমন্বয় জোরদার করার বিষয়ে আলোচনা হয় বলে নিশ্চিত করেছেন একটি অংশগ্রহণকারী সূত্র।

অনলাইন ডেস্ক 















