বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার পর উদ্ভূত পরিস্থিতিতে মঙ্গলবার (২২ জুলাই) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জরুরি বৈঠকে মিলিত হন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং দেশের চারটি বড় রাজনৈতিক দলের প্রতিনিধি। বৈঠকে সরকারকে আইনশৃঙ্খলা রক্ষায় আরও কঠোর হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।
বৈঠকে অংশ নেয়া দলগুলো হলো বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি (ন্যাশনাল কনসেনসাস পার্টি) এবং ইসলামী আন্দোলন।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।“দলগুলোর পক্ষ থেকে দুটি বিষয়ে জোর দেওয়া হয়েছে—একটি হলো আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্ত হাতে মোকাবিলা করা, অন্যটি হলো নির্বাচন প্রক্রিয়া যেন সুষ্ঠু ও পরিকল্পিতভাবে এগোয়।”
তিনি জানান,“বিএনপির পক্ষ থেকে স্পষ্ট বলা হয়েছে, নির্বাচন প্রক্রিয়ার দিকে আমাদের গঠনমূলকভাবে অগ্রসর হওয়া উচিত।”
আইন উপদেষ্টা বলেন,“সব দল একমত হয়েছে—ফ্যাসিবাদবিরোধী ঐক্যে তাদের মধ্যে কোনো মতবিরোধ নেই। যদিও মাঠের রাজনীতিতে মাঝে মাঝে একে অন্যের বিরুদ্ধে কথা বলা হয়, তবে সেটি রাজনৈতিক প্রক্রিয়ার অংশ মাত্র।”
তিনি আরও বলেন,“এই দলগুলো একে অপরকে রাজনৈতিক প্রতিপক্ষ নয়, বরং সহযোগী হিসেবে দেখছে। এবং প্রধান উপদেষ্টার আমন্ত্রণে তারা সবাই সময়মতো উপস্থিত হয়েছেন—এটাই তাদের ঐক্যের বড় প্রমাণ।”
প্রধান উপদেষ্টার বরাত দিয়ে আসিফ নজরুল বলেন,“আপনারা যদি ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে কিংবা গঠনমূলক কর্মসূচিতে একসঙ্গে থাকেন, এবং তা যদি মানুষ দেখে, তাহলে মানুষের মধ্যে স্বস্তি ও আস্থা ফিরে আসবে।”
তিনি আরও যোগ করেন,“দেশের বিভিন্ন স্থানে কিছু নিষিদ্ধ ও ফ্যাসিস্ট সংশ্লিষ্ট গোষ্ঠী মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। এসব বিষয়ে প্রশাসনিকভাবে আরও কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন রাজনৈতিক নেতারা।”
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পাশে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার পর সার্বিক পরিস্থিতি বিবেচনায় চার দলের সঙ্গে এই তাৎক্ষণিক বৈঠকের আয়োজন করা হয়।

অনলাইন ডেস্ক 















