কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত দেশের প্রথম সড়ক টানেল “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল”-এ নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের জন্য ২৮ থেকে ৩১ জুলাই পর্যন্ত প্রতিরাতেই নিয়ন্ত্রিত ট্রাফিক ডাইভারসন কার্যকর থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।
এ সময়ে প্রতি রাত ১১টা থেকে পরদিন ভোর ৫টা পর্যন্ত ‘পতেঙ্গা টু আনোয়ারা’মুখী টিউবে যান চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে। যানবাহনগুলোকে ‘আনোয়ারা টু পতেঙ্গা’ টিউব দিয়ে নিয়ন্ত্রিতভাবে চলাচলের ব্যবস্থা করা হবে।
সেতু কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে,“জেট ফ্যান পরিষ্কার, রক্ষণাবেক্ষণ এবং রোড মার্কিংয়ের কাজ নির্বিঘ্ন ও নিরাপদভাবে সম্পন্ন করার জন্য এই সময়সীমায় ট্রাফিক ডাইভারসন চালু থাকবে।”
এ সময় যানজট এড়াতে টানেলের উভয়মুখে ৫ থেকে ১০ মিনিট পর্যন্ত অপেক্ষমাণ থাকতে হতে পারে বলে সতর্ক করা হয়েছে। তবে টানেলের অভ্যন্তরে নিরাপত্তা ও গতি নিয়ন্ত্রণে বিশেষ টিম নিয়োজিত থাকবে।
সেতু কর্তৃপক্ষ আরও বলেছে,“টানেলের নিরাপদ ও কার্যকর ব্যবস্থাপনার অংশ হিসেবে এ ধরনের রুটিন রক্ষণাবেক্ষণ অত্যন্ত জরুরি। এতে সাময়িক অসুবিধার জন্য যাত্রী ও পরিবহন চালকদের সহযোগিতা কামনা করা হয়েছে।”

অনলাইন ডেস্ক 















