ঢাকা ০৫:০০ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৮:২৬:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
  • ৭১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক

জাতীয় ঐকমত্য কমিশন জানিয়েছে, একই ব্যক্তি একই সঙ্গে প্রধানমন্ত্রী, দলীয় প্রধান এবং সংসদ নেতা—এই তিনটি দায়িত্ব পালন করতে পারবেন না। এই বিষয়ে কমিশনের অবস্থান স্পষ্ট এবং তা ইতোমধ্যে রাজনৈতিক দলগুলোকে জানানো হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত রাজনৈতিক সংলাপের দ্বিতীয় দফার ১৭তম দিনের আলোচনায় এই সিদ্ধান্ত জানানো হয়।

 কমিশনের অবস্থান:

কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেন,“অধিকাংশ রাজনৈতিক দল এই প্রস্তাবের পক্ষে মত দিয়েছে। তাদের মতে, একই ব্যক্তির হাতে প্রধানমন্ত্রী, দলীয় প্রধান ও সংসদ নেতার দায়িত্ব থাকলে সাংবিধানিক ভারসাম্য বিনষ্ট হয়।”

তবে কমিশন জানিয়েছে, কোনো রাজনৈতিক দল চাইলে জাতীয় সনদে “নোট অব ডিসেন্ট” (ভিন্নমত/আপত্তি) যুক্ত করতে পারবে।

 দলগুলোর অবস্থান:

 পক্ষে মত: জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সহ বেশিরভাগ রাজনৈতিক দল।

 বিরোধিতা: বিএনপি ও সমমনা দলগুলোর মতে, একাধিক পদে একই ব্যক্তি থাকলেও সাংবিধানিক জটিলতা হয় না।

 সংলাপে শোকপ্রস্তাব:

আলোচনার শুরুতে কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার সম্প্রতি উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন এলাকায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানের বিধ্বস্ত ঘটনায় হতাহতের জন্য শোকপ্রস্তাব পাঠ করেন।

Tag :

আপডেট সময় : ০৮:২৬:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

অনলাইন ডেস্ক

জাতীয় ঐকমত্য কমিশন জানিয়েছে, একই ব্যক্তি একই সঙ্গে প্রধানমন্ত্রী, দলীয় প্রধান এবং সংসদ নেতা—এই তিনটি দায়িত্ব পালন করতে পারবেন না। এই বিষয়ে কমিশনের অবস্থান স্পষ্ট এবং তা ইতোমধ্যে রাজনৈতিক দলগুলোকে জানানো হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত রাজনৈতিক সংলাপের দ্বিতীয় দফার ১৭তম দিনের আলোচনায় এই সিদ্ধান্ত জানানো হয়।

 কমিশনের অবস্থান:

কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেন,“অধিকাংশ রাজনৈতিক দল এই প্রস্তাবের পক্ষে মত দিয়েছে। তাদের মতে, একই ব্যক্তির হাতে প্রধানমন্ত্রী, দলীয় প্রধান ও সংসদ নেতার দায়িত্ব থাকলে সাংবিধানিক ভারসাম্য বিনষ্ট হয়।”

তবে কমিশন জানিয়েছে, কোনো রাজনৈতিক দল চাইলে জাতীয় সনদে “নোট অব ডিসেন্ট” (ভিন্নমত/আপত্তি) যুক্ত করতে পারবে।

 দলগুলোর অবস্থান:

 পক্ষে মত: জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সহ বেশিরভাগ রাজনৈতিক দল।

 বিরোধিতা: বিএনপি ও সমমনা দলগুলোর মতে, একাধিক পদে একই ব্যক্তি থাকলেও সাংবিধানিক জটিলতা হয় না।

 সংলাপে শোকপ্রস্তাব:

আলোচনার শুরুতে কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার সম্প্রতি উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন এলাকায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানের বিধ্বস্ত ঘটনায় হতাহতের জন্য শোকপ্রস্তাব পাঠ করেন।