রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় যখন চারদিকে শোক আর আতঙ্ক ছড়িয়ে পড়েছে, তখন সহানুভূতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন তৃতীয় লিঙ্গের মানুষরা। দুর্ঘটনায় আহতদের জন্য রক্তদানে এগিয়ে এসেছেন এই সমাজের অবহেলিত ও প্রান্তিক গোষ্ঠীর সদস্যরা।
ঢাকার বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মঙ্গলবার সকালে তৃতীয় লিঙ্গের কয়েকজন এসে রক্ত দেওয়ার জন্য লাইনে দাঁড়ান। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তারা বলেন, “আমরা শুনেছি আমাদের ছোট ছোট বাচ্চারা আহত হয়েছে। তাদের প্রচুর রক্ত দরকার। বাচ্চারা কষ্ট পাচ্ছে—আমরা থাকতে পারি না। তাই ছুটে এসেছি। আমাদের রক্ত নিন, আমরা রক্ত দেব।”
তাদের একজন জানান,“গতকালই শুনেছি রক্ত লাগবে। তখন বলা হয়েছিল দরকার নেই, আজ সকালে আবার খবর পেলাম, সঙ্গে সঙ্গেই বেরিয়ে এসেছি। আমরা কুড়িল বিশ্বরোডে থাকি। ঘুম থেকে উঠে কিছু না খেয়েই চলে এসেছি।”
এই মানবিক উদ্যোগ সবার মন ছুঁয়ে গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমেও ইতিমধ্যেই প্রশংসার জোয়ার বইছে।

অনলাইন ডেস্ক 















