বাংলাদেশ সেনাবাহিনীর ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ–২০২৫’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
রোববার (২০ জুলাই) সকালে সেনাসদরে আয়োজিত এ অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন এবং নির্বাচনী পর্ষদের কাজের গুরুত্ব তুলে ধরে সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য দেন।
ড. ইউনূস বলেন, “সুশাসন ও জবাবদিহির ভিত্তিতে গঠিত একটি পেশাদার সেনাবাহিনীই একটি গণতান্ত্রিক দেশের স্তম্ভ। নির্বাচনী পর্ষদ সে ভিত্তি সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
এ সময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং পর্ষদ সদস্যরা উপস্থিত ছিলেন।

অনলাইন ডেস্ক 















