ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

প্রধান উপদেষ্টার সহমর্মিতা স্মরণীয় হয়ে থাকবে : জামায়াত আমির

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৭:১৪:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
  • ৪৪ বার পড়া হয়েছে

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সহমর্মিতা তাঁর জীবনের স্মরণীয় একটি অধ্যায় হয়ে থাকবে। অসুস্থ অবস্থায় তাঁর খোঁজখবর নেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

রবিবার (২০ জুলাই) সকাল ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জামায়াত আমির লেখেন, “গতকাল (শনিবার) সোহরাওয়ার্দী উদ্যানের সভা মঞ্চে অসুস্থ হওয়ার পর প্রধান উপদেষ্টা আমার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন এবং তাঁর প্রেস সচিবকে হাসপাতালেও পাঠিয়েছেন। আমি তাঁর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। তাঁর এই সহমর্মিতা স্মরণীয় হয়ে থাকবে। মহান আল্লাহ তাঁকে উত্তম জাযা দান করুন। আমীন।”

গতকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ চলাকালীন বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান ডা. শফিকুর রহমান। কিছুক্ষণ পর তিনি উঠে বক্তব্য শুরু করলেও দ্বিতীয়বারের মতো আবারও পড়ে যান। এরপর তিনি বসে বক্তব্য সম্পন্ন করেন। সমাবেশ শেষে তাঁকে দ্রুত ইবনে সিনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ডা. শফিকুর রহমানের অসুস্থতার খবরে দেশ-বিদেশ থেকে বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় নেতারা খোঁজখবর নিয়েছেন এবং তাঁর সুস্থতা কামনায় দোয়া করেছেন।

হাসপাতালে স্বল্প সময় অবস্থানকালে তাঁর সঙ্গে দেখা করতে আসেন—বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ,প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুস আহমদ, খেলাফত মজলিসের আমির হযরত মাওলানা আব্দুল বাসিত আজাদ,, মহাসচিব অধ্যাপক ড. আহমদ আব্দুল কাদের, জামেয়া ও অন্যান্য ইসলামি দলের নেতৃবৃন্দ, সবার পক্ষ থেকে তাঁর দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে।

Tag :

প্রধান উপদেষ্টার সহমর্মিতা স্মরণীয় হয়ে থাকবে : জামায়াত আমির

আপডেট সময় : ০৭:১৪:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সহমর্মিতা তাঁর জীবনের স্মরণীয় একটি অধ্যায় হয়ে থাকবে। অসুস্থ অবস্থায় তাঁর খোঁজখবর নেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

রবিবার (২০ জুলাই) সকাল ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জামায়াত আমির লেখেন, “গতকাল (শনিবার) সোহরাওয়ার্দী উদ্যানের সভা মঞ্চে অসুস্থ হওয়ার পর প্রধান উপদেষ্টা আমার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন এবং তাঁর প্রেস সচিবকে হাসপাতালেও পাঠিয়েছেন। আমি তাঁর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। তাঁর এই সহমর্মিতা স্মরণীয় হয়ে থাকবে। মহান আল্লাহ তাঁকে উত্তম জাযা দান করুন। আমীন।”

গতকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ চলাকালীন বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান ডা. শফিকুর রহমান। কিছুক্ষণ পর তিনি উঠে বক্তব্য শুরু করলেও দ্বিতীয়বারের মতো আবারও পড়ে যান। এরপর তিনি বসে বক্তব্য সম্পন্ন করেন। সমাবেশ শেষে তাঁকে দ্রুত ইবনে সিনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ডা. শফিকুর রহমানের অসুস্থতার খবরে দেশ-বিদেশ থেকে বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় নেতারা খোঁজখবর নিয়েছেন এবং তাঁর সুস্থতা কামনায় দোয়া করেছেন।

হাসপাতালে স্বল্প সময় অবস্থানকালে তাঁর সঙ্গে দেখা করতে আসেন—বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ,প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুস আহমদ, খেলাফত মজলিসের আমির হযরত মাওলানা আব্দুল বাসিত আজাদ,, মহাসচিব অধ্যাপক ড. আহমদ আব্দুল কাদের, জামেয়া ও অন্যান্য ইসলামি দলের নেতৃবৃন্দ, সবার পক্ষ থেকে তাঁর দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে।