দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভরিতে ১,৫৭৫ টাকা কমে বিক্রি হচ্ছে ২২ ক্যারেটের স্বর্ণ। এই দাম রোববার (২০ জুলাই) থেকে কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
নতুন মূল্য তালিকা (প্রতি ভরি): ২২ ক্যারেট: ১,৭০,৫৫১ টাকা, ২১ ক্যারেট: ১,৬২,৭৯৪ টাকা, ১৮ ক্যারেট: ১,৩৯,৫৪৮ টাকা, সনাতন পদ্ধতি: ১,১৫,৩৯২ টাকা, এর আগে, ৭ জুলাই সর্বশেষ স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল। চলতি বছরের দাম সমন্বয়ের পরিসংখ্যান:
মোট সমন্বয়: ৪২ বার, বৃদ্ধি: ২৭ বার, হ্রাস: ১৫ বার, অন্যদিকে, ২০২৪ সালে ৬২ বার দাম সমন্বয় হয়েছিল, যার মধ্যে ৩৫ বার বাড়ানো ও ২৭ বার কমানো হয়।
বাজুস জানিয়েছে, বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫% ভ্যাট এবং ন্যূনতম ৬% মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণে তারতম্য হতে পারে।

অনলাইন ডেস্ক 



















