রাজধানীর শ্যামপুরে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিসংযোগের চেষ্টাকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতের নাম সিয়াম সরকার (২২)। রোববার (২০ জুলাই) ভোর ৪টার দিকে শ্যামপুর মডেল থানার আওতাধীন ঢাকা-মাওয়া মহাসড়কের খন্দকার রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, “গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, যুবলীগ নেতা শাকিল বিন সামস ওরফে রাব্বির নির্দেশে ছাত্রলীগের দুই কর্মী শ্যামপুর এলাকায় নাশকতার প্রস্তুতি নিচ্ছেন। তারা বাসে আগুন লাগাতে চাচ্ছেন।”
তাৎক্ষণিক অভিযান চালিয়ে সিয়াম সরকারকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় রাফসান নামে আরেক অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
অগ্নিসংযোগের পরিকল্পনার স্বীকারোক্তি গ্রেপ্তার সিয়াম প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, “তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী। রাফসানের সঙ্গে মিলে শ্যামপুর এলাকায় বাসে অগ্নিসংযোগ করে নাশকতা ঘটানোর পরিকল্পনা ছিল তাদের।”
ঘটনার বিষয়ে শ্যামপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে এবং পলাতক রাফসানকে ধরতে অভিযান চলছে।

অনলাইন ডেস্ক 















