ঢাকা ১২:১৪ অপরাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

শেখ হাসিনা জাতির কলঙ্ক, তাকে ক্ষমা নয় : মির্জা ফখরুল

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৭:০৯:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘‘শেখ হাসিনা জাতির কলঙ্ক, তাকে ক্ষমা করা যাবে না।’’ তিনি এই মন্তব্য করেন আজ রবিবার, রাজধানীর জিয়া উদ্যানে জুলাই গণঅভ্যুত্থানের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জাতীয়তাবাদী কৃষক দল ও আমরা বিএনপি পরিবারের যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচিতে।

বক্তৃতায় মির্জা ফখরুল আরও বলেন, ‘‘একজন শহীদের মা কেঁদে কেঁদে বলছিলেন, যে ছেলেটিকে দেখ আমি স্বপ্ন দেখেছি, স্বপ্ন দেখেছি আমার ভবিষ্যতের; সেই ছেলেটিকে ওরা পাশবিকভাবে হত্যা করেছে। গুলি করে মেরে পড়ে যাওয়া ছেলেটিকে পরবর্তীতে একটি ভ্যানে তুলে নেয়ার পর, তার মৃতদেহের সাথে আরও ৬-৭টি লাশ পুড়িয়ে ফেলা হয়েছে।’’

তিনি বলেন, ‘‘আমরা ১৯৭১ সালে স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলাম। আজ সেই স্বাধীন দেশের প্রশাসন, যাদের বেতন আমাদের ট্যাক্সের টাকা থেকে আসে, সেই প্রশাসনই আমাদের সন্তানদের হত্যা করছে, তাদের পুড়িয়ে মারছে। এটা অত্যন্ত নৃশংস এবং অমানবিক। এই কারণে শেখ হাসিনাকে কখনো ক্ষমা করা যাবে না।’’

এছাড়া, মির্জা ফখরুল গোপালগঞ্জে নির্বিচারে গণগ্রেপ্তার ও সরকারের পক্ষ থেকে চলমান মানবাধিকার লঙ্ঘনের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন।

Tag :

শেখ হাসিনা জাতির কলঙ্ক, তাকে ক্ষমা নয় : মির্জা ফখরুল

আপডেট সময় : ০৭:০৯:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘‘শেখ হাসিনা জাতির কলঙ্ক, তাকে ক্ষমা করা যাবে না।’’ তিনি এই মন্তব্য করেন আজ রবিবার, রাজধানীর জিয়া উদ্যানে জুলাই গণঅভ্যুত্থানের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জাতীয়তাবাদী কৃষক দল ও আমরা বিএনপি পরিবারের যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচিতে।

বক্তৃতায় মির্জা ফখরুল আরও বলেন, ‘‘একজন শহীদের মা কেঁদে কেঁদে বলছিলেন, যে ছেলেটিকে দেখ আমি স্বপ্ন দেখেছি, স্বপ্ন দেখেছি আমার ভবিষ্যতের; সেই ছেলেটিকে ওরা পাশবিকভাবে হত্যা করেছে। গুলি করে মেরে পড়ে যাওয়া ছেলেটিকে পরবর্তীতে একটি ভ্যানে তুলে নেয়ার পর, তার মৃতদেহের সাথে আরও ৬-৭টি লাশ পুড়িয়ে ফেলা হয়েছে।’’

তিনি বলেন, ‘‘আমরা ১৯৭১ সালে স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলাম। আজ সেই স্বাধীন দেশের প্রশাসন, যাদের বেতন আমাদের ট্যাক্সের টাকা থেকে আসে, সেই প্রশাসনই আমাদের সন্তানদের হত্যা করছে, তাদের পুড়িয়ে মারছে। এটা অত্যন্ত নৃশংস এবং অমানবিক। এই কারণে শেখ হাসিনাকে কখনো ক্ষমা করা যাবে না।’’

এছাড়া, মির্জা ফখরুল গোপালগঞ্জে নির্বিচারে গণগ্রেপ্তার ও সরকারের পক্ষ থেকে চলমান মানবাধিকার লঙ্ঘনের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন।