ঢাকা ০৬:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

গুলিস্তান-আজিমপুরে বাস পোড়ানোর তথ্য মিথ্যা: ডিএমপি

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৩৪:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
  • ১৮ বার পড়া হয়েছে

রাজধানীর গুলিস্তান ও আজিমপুর এলাকায় হরতাল সমর্থনে বাস পোড়ানোর খবর সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

রোববার (২০ জুলাই) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, “গুলিস্তান ও আজিমপুরে বাস পোড়ানোর ভিডিও বলে কয়েকটি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে প্রচারিত হয়েছে। কিন্তু এসব ভিডিও পুরোনো এবং উদ্দেশ্যমূলকভাবে বর্তমান দিনের ঘটনা হিসেবে ছড়ানো হচ্ছে।”

ডিএমপি জানিয়েছে, রাজধানীর কোথাও এমন কোনো সহিংস ঘটনা ঘটেনি। গুলিস্তান ও আজিমপুর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

হরতালের ডাক দিয়েছে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগ। তবে এখন পর্যন্ত হরতাল ঘিরে রাজধানীতে বড় কোনো সহিংসতা বা সংঘর্ষের খবর পাওয়া যায়নি।

Tag :

গুলিস্তান-আজিমপুরে বাস পোড়ানোর তথ্য মিথ্যা: ডিএমপি

আপডেট সময় : ০৮:৩৪:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫

রাজধানীর গুলিস্তান ও আজিমপুর এলাকায় হরতাল সমর্থনে বাস পোড়ানোর খবর সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

রোববার (২০ জুলাই) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, “গুলিস্তান ও আজিমপুরে বাস পোড়ানোর ভিডিও বলে কয়েকটি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে প্রচারিত হয়েছে। কিন্তু এসব ভিডিও পুরোনো এবং উদ্দেশ্যমূলকভাবে বর্তমান দিনের ঘটনা হিসেবে ছড়ানো হচ্ছে।”

ডিএমপি জানিয়েছে, রাজধানীর কোথাও এমন কোনো সহিংস ঘটনা ঘটেনি। গুলিস্তান ও আজিমপুর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

হরতালের ডাক দিয়েছে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগ। তবে এখন পর্যন্ত হরতাল ঘিরে রাজধানীতে বড় কোনো সহিংসতা বা সংঘর্ষের খবর পাওয়া যায়নি।