ঢাকা ০৬:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আগামী ৩ দিনের মধ্যে উচ্চকক্ষ নিয়ে সিদ্ধান্ত হবে: ড. আলী রীয়াজ

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৩৩:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে

ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ জানিয়েছেন, আগামী দু-তিন দিনের মধ্যেই জাতীয় সংসদের উচ্চকক্ষ গঠন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

রোববার (২০ জুলাই) সকালে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের শুরুতে তিনি এ কথা জানান।

আলী রীয়াজ বলেন, “৩১ জুলাইয়ের মধ্যে কমিশনের সুপারিশ সনদ প্রস্তুত করতে আমরা কাজ করছি। অনেকগুলো বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ইতোমধ্যে ঐকমত্য গড়ে উঠেছে। উচ্চকক্ষের বিষয়ে আলোচনা প্রায় শেষ পর্যায়ে রয়েছে, আগামী দু-তিন দিনের মধ্যেই সিদ্ধান্ত আসবে।”

বৈঠকে আলোচনার গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উঠে আসে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকা সংক্রান্ত প্রস্তাব। ড. রীয়াজ বলেন, “তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে বিএনপি, জামায়াতসহ চারটি রাজনৈতিক দল প্রস্তাব দিয়েছে। সেগুলো কমিশনের নিজস্ব প্রস্তাবের সঙ্গে মিলিয়ে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানোর চেষ্টা চলছে।”

তিনি আরও আশা প্রকাশ করেন, “তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে আজকের বৈঠকে রাজনৈতিক দলগুলো একটি সর্বসম্মত সিদ্ধান্তে পৌঁছাতে পারবে।”

কমিশনের পক্ষ থেকে জানানো হয়, নতুন রাজনৈতিক কাঠামো ও নির্বাচন ব্যবস্থায় সংস্কারের অংশ হিসেবে উচ্চকক্ষ চালুর প্রস্তাব দীর্ঘদিন ধরেই আলোচনায় রয়েছে। এটি কার্যকর হলে সংসদ হবে দ্বিকক্ষবিশিষ্ট, যা আইন প্রণয়ন ও ক্ষমতার ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখতে পারে।

কমিশনের এই উদ্যোগকে দেশের বিভিন্ন রাজনৈতিক মহল ইতিবাচকভাবে দেখছে।

Tag :

আগামী ৩ দিনের মধ্যে উচ্চকক্ষ নিয়ে সিদ্ধান্ত হবে: ড. আলী রীয়াজ

আপডেট সময় : ০৭:৩৩:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫

ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ জানিয়েছেন, আগামী দু-তিন দিনের মধ্যেই জাতীয় সংসদের উচ্চকক্ষ গঠন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

রোববার (২০ জুলাই) সকালে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের শুরুতে তিনি এ কথা জানান।

আলী রীয়াজ বলেন, “৩১ জুলাইয়ের মধ্যে কমিশনের সুপারিশ সনদ প্রস্তুত করতে আমরা কাজ করছি। অনেকগুলো বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ইতোমধ্যে ঐকমত্য গড়ে উঠেছে। উচ্চকক্ষের বিষয়ে আলোচনা প্রায় শেষ পর্যায়ে রয়েছে, আগামী দু-তিন দিনের মধ্যেই সিদ্ধান্ত আসবে।”

বৈঠকে আলোচনার গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উঠে আসে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকা সংক্রান্ত প্রস্তাব। ড. রীয়াজ বলেন, “তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে বিএনপি, জামায়াতসহ চারটি রাজনৈতিক দল প্রস্তাব দিয়েছে। সেগুলো কমিশনের নিজস্ব প্রস্তাবের সঙ্গে মিলিয়ে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানোর চেষ্টা চলছে।”

তিনি আরও আশা প্রকাশ করেন, “তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে আজকের বৈঠকে রাজনৈতিক দলগুলো একটি সর্বসম্মত সিদ্ধান্তে পৌঁছাতে পারবে।”

কমিশনের পক্ষ থেকে জানানো হয়, নতুন রাজনৈতিক কাঠামো ও নির্বাচন ব্যবস্থায় সংস্কারের অংশ হিসেবে উচ্চকক্ষ চালুর প্রস্তাব দীর্ঘদিন ধরেই আলোচনায় রয়েছে। এটি কার্যকর হলে সংসদ হবে দ্বিকক্ষবিশিষ্ট, যা আইন প্রণয়ন ও ক্ষমতার ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখতে পারে।

কমিশনের এই উদ্যোগকে দেশের বিভিন্ন রাজনৈতিক মহল ইতিবাচকভাবে দেখছে।