ঢাকা ১২:১৪ অপরাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াতের জাতীয় সমাবেশ: রমনা পার্কেও অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৭:১০:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
  • ৪২ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ আজ শনিবার (১৯ জুলাই) বিকেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। সমাবেশ শুরু হওয়ার আগেই দেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার নেতাকর্মী ঢাকায় এসে জড়ো হয়েছেন। সকাল থেকে উদ্যানজুড়ে বাড়ছে লোকসমাগম, যা এখন রমনা পার্ক ও আশপাশের সড়কেও ছড়িয়ে পড়েছে।

সমাবেশে যোগ দিতে আসা কর্মীদের অনেকেই গরম ও ভিড় এড়াতে রমনা পার্কে অবস্থান নিচ্ছেন। কারও হাতে ব্যানার-প্ল্যাকার্ড, কেউ দল বেঁধে আড্ডা দিচ্ছেন, আবার অনেকে ক্লান্ত হয়ে গাছতলায় শুয়ে বিশ্রাম নিচ্ছেন।

বগুড়া থেকে আসা ষাটোর্ধ্ব জামায়াত কর্মী কামাল হোসেন বলেন, “ভোর ৫টায় ঢাকায় পৌঁছেছি। সকাল থেকে উদ্যানে ছিলাম। গরমে দুর্বল হয়ে গেছি। একটু খেয়ে বিশ্রাম নিয়ে আবার সমাবেশে ফিরবো।”

রমনা পার্কে অবস্থানরত আরও কয়েকজন জানান, প্রচণ্ড ভিড় ও ভ্যাপসা গরমে শারীরিকভাবে দুর্বল বোধ করায় তারা সাময়িকভাবে পার্কে অবস্থান নিয়েছেন। দুপুরের পর তারা আবার সোহরাওয়ার্দী উদ্যানে ফিরে যাবেন।

জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাবেশ সফল করতে প্রায় ২০ হাজার স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন। নেতাকর্মীদের জন্য খাবার, পানি ও বিশ্রামের ব্যবস্থা করা হয়েছে।

এদিকে সমাবেশ ঘিরে রাজধানীর বিভিন্ন প্রবেশপথে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সোহরাওয়ার্দী উদ্যান এবং আশপাশের এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা সদস্যরা।

সমাবেশের মঞ্চে ইতোমধ্যে উপস্থিত হচ্ছেন জামায়াতের কেন্দ্রীয় নেতারা। মঞ্চে চলছে কোরআন তেলাওয়াত, ইসলামী সংগীত ও সাংস্কৃতিক পরিবেশনা। বিকেলে দলের শীর্ষ নেতাদের গুরুত্বপূর্ণ রাজনৈতিক বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

Tag :

জামায়াতের জাতীয় সমাবেশ: রমনা পার্কেও অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা

আপডেট সময় : ০৭:১০:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ আজ শনিবার (১৯ জুলাই) বিকেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। সমাবেশ শুরু হওয়ার আগেই দেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার নেতাকর্মী ঢাকায় এসে জড়ো হয়েছেন। সকাল থেকে উদ্যানজুড়ে বাড়ছে লোকসমাগম, যা এখন রমনা পার্ক ও আশপাশের সড়কেও ছড়িয়ে পড়েছে।

সমাবেশে যোগ দিতে আসা কর্মীদের অনেকেই গরম ও ভিড় এড়াতে রমনা পার্কে অবস্থান নিচ্ছেন। কারও হাতে ব্যানার-প্ল্যাকার্ড, কেউ দল বেঁধে আড্ডা দিচ্ছেন, আবার অনেকে ক্লান্ত হয়ে গাছতলায় শুয়ে বিশ্রাম নিচ্ছেন।

বগুড়া থেকে আসা ষাটোর্ধ্ব জামায়াত কর্মী কামাল হোসেন বলেন, “ভোর ৫টায় ঢাকায় পৌঁছেছি। সকাল থেকে উদ্যানে ছিলাম। গরমে দুর্বল হয়ে গেছি। একটু খেয়ে বিশ্রাম নিয়ে আবার সমাবেশে ফিরবো।”

রমনা পার্কে অবস্থানরত আরও কয়েকজন জানান, প্রচণ্ড ভিড় ও ভ্যাপসা গরমে শারীরিকভাবে দুর্বল বোধ করায় তারা সাময়িকভাবে পার্কে অবস্থান নিয়েছেন। দুপুরের পর তারা আবার সোহরাওয়ার্দী উদ্যানে ফিরে যাবেন।

জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাবেশ সফল করতে প্রায় ২০ হাজার স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন। নেতাকর্মীদের জন্য খাবার, পানি ও বিশ্রামের ব্যবস্থা করা হয়েছে।

এদিকে সমাবেশ ঘিরে রাজধানীর বিভিন্ন প্রবেশপথে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সোহরাওয়ার্দী উদ্যান এবং আশপাশের এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা সদস্যরা।

সমাবেশের মঞ্চে ইতোমধ্যে উপস্থিত হচ্ছেন জামায়াতের কেন্দ্রীয় নেতারা। মঞ্চে চলছে কোরআন তেলাওয়াত, ইসলামী সংগীত ও সাংস্কৃতিক পরিবেশনা। বিকেলে দলের শীর্ষ নেতাদের গুরুত্বপূর্ণ রাজনৈতিক বক্তব্য দেওয়ার কথা রয়েছে।