ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার প্রেস উইং আজ বৃহস্পতিবার সকালে জানায়, গোপালগঞ্জে ইন্টারনেট সেবা বন্ধ বা বিঘ্নিত করা হয়নি। সরকারের পক্ষ থেকে কোনো অবস্থাতেই ইন্টারনেট শাটডাউন না করার স্পষ্ট নির্দেশনা রয়েছে।
বিবৃতিতে বলা হয়, “সরকার দেশের যেকোনো স্থানে মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা নিরবচ্ছিন্ন রাখার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। গোপালগঞ্জ কিংবা অন্য কোথাও মোবাইল ইন্টারনেট বন্ধ বা বিঘ্নের কোনো নির্দেশনা বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) জারি করেনি।”
এছাড়া বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, “দুর্ভিসন্ধিমূলক উদ্দেশ্যে কিছু পক্ষ মিথ্যা তথ্য ছড়াচ্ছে বলে মনে করা হচ্ছে। দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনজীবনে শৃঙ্খলা বজায় রাখতে সকলকে সঠিক তথ্যের প্রতি সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে।”

অনলাইন ডেস্ক 















