ঢাকা ১০:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ফরিদপুরে এনসিপির পদযাত্রা: বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৭:০৪:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

ফরিদপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রাকে ঘিরে প্রশাসন বিশেষভাবে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। পুলিশ, র‍্যাব এবং সেনাবাহিনীসহ মোট ৫০০’র বেশি আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড়ে পদযাত্রার মঞ্চ প্রস্তুত করা হয়েছে। সেখানে দুপুরের দিকে এনসিপির কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন। এনসিপির ফরিদপুর জেলা প্রধান সমন্বয়কারী সৈয়দা নীলিমা দোলা সভাপতিত্ব করবেন।

সৈয়দা নীলিমা দোলা জানান, গোপালগঞ্জের কর্মসূচির পর ফরিদপুরের নির্ধারিত সময়সূচিতে কিছু পরিবর্তন হয়েছে। ইতোমধ্যে খুলনা থেকে নেতারা যশোর হয়ে ফরিদপুরে প্রবেশ করছেন। তারা সার্কিট হাউজে অবস্থান করে পরে পদযাত্রা নিয়ে সমাবেশস্থলে আসবেন। এছাড়া জেলা পার্টি অফিস উদ্বোধন, আলীপুর গোরস্থানে শহীদদের কবর জিয়ারত ও শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করার পরিকল্পনা রয়েছে।

পদযাত্রায় অংশগ্রহণ করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসাইন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, কেন্দ্রীয় নেত্রী সামান্তা শারমিন, ডা. তাসনিম জারা ও নাহিদা সারোয়ার নিভা সহ প্রায় ১৬০ নেতাকর্মী।

শহরের বিভিন্ন স্থানে পুলিশ, র‍্যাব, কোস্টগার্ড ও সেনাবাহিনী টহল দিচ্ছে এবং মোড়ে মোড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, পদযাত্রাকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সমাবেশস্থলের আশপাশে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি নিশ্চিত করা হয়েছে।

Tag :

ফরিদপুরে এনসিপির পদযাত্রা: বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে

আপডেট সময় : ০৭:০৪:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

ফরিদপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রাকে ঘিরে প্রশাসন বিশেষভাবে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। পুলিশ, র‍্যাব এবং সেনাবাহিনীসহ মোট ৫০০’র বেশি আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড়ে পদযাত্রার মঞ্চ প্রস্তুত করা হয়েছে। সেখানে দুপুরের দিকে এনসিপির কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন। এনসিপির ফরিদপুর জেলা প্রধান সমন্বয়কারী সৈয়দা নীলিমা দোলা সভাপতিত্ব করবেন।

সৈয়দা নীলিমা দোলা জানান, গোপালগঞ্জের কর্মসূচির পর ফরিদপুরের নির্ধারিত সময়সূচিতে কিছু পরিবর্তন হয়েছে। ইতোমধ্যে খুলনা থেকে নেতারা যশোর হয়ে ফরিদপুরে প্রবেশ করছেন। তারা সার্কিট হাউজে অবস্থান করে পরে পদযাত্রা নিয়ে সমাবেশস্থলে আসবেন। এছাড়া জেলা পার্টি অফিস উদ্বোধন, আলীপুর গোরস্থানে শহীদদের কবর জিয়ারত ও শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করার পরিকল্পনা রয়েছে।

পদযাত্রায় অংশগ্রহণ করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসাইন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, কেন্দ্রীয় নেত্রী সামান্তা শারমিন, ডা. তাসনিম জারা ও নাহিদা সারোয়ার নিভা সহ প্রায় ১৬০ নেতাকর্মী।

শহরের বিভিন্ন স্থানে পুলিশ, র‍্যাব, কোস্টগার্ড ও সেনাবাহিনী টহল দিচ্ছে এবং মোড়ে মোড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, পদযাত্রাকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সমাবেশস্থলের আশপাশে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি নিশ্চিত করা হয়েছে।