ঢাকা ১০:৩০ পূর্বাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জুলাই আন্দোলনের মূল ভূমিকা ছিল তারেক রহমানের: টুকু

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৪৪:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, জুলাই আন্দোলনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি দাবি করেন, ওই আন্দোলনে ছাত্রদলের ৫ শতাধিক নেতাকর্মী নিহত হন এবং হাজারো মানুষ আহত হন।

বুধবার (১৬ জুলাই) রাতে টাঙ্গাইল প্রেস ক্লাবের অডিটোরিয়ামে জেলা ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত “জুলাই-আগস্টের ঐতিহাসিক গণ-অভ্যুত্থান ও শহীদদের স্মরণসভা”য় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

টুকু বলেন, “বিএনপি, ছাত্রদল ও যুবদল আন্দোলনের ক্ষয়ক্ষতির একটি সুনির্দিষ্ট তথ্য উপস্থাপন করেছে, যা অন্য কোনো পক্ষ প্রকাশ করেনি।”

তিনি আরও বলেন, “দেশের সবচেয়ে জনপ্রিয় নেতার নাম তারেক রহমান। অথচ তাকে নিয়ে নানা অপপ্রচার চালানো হচ্ছে। যারা একসময় মানুষের অধিকার হরণ করেছে, তারাও এখন তারেক রহমানকে নিয়ে কথা বলে। বিএনপি কখনো জোর করে ভোট নেয়নি, বরং জনগণ যখনই সুযোগ পেয়েছে, বিএনপিকেই বেছে নিয়েছে।”

আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করে তিনি বলেন, “সরকার নিরপেক্ষ নির্বাচন দিতে ভয় পায়, কারণ তারা জানে জনগণ বিএনপির পক্ষেই রায় দেবে।”

স্মরণসভায় জেলা ছাত্রদলের আহ্বায়ক দূর্জয় হোড় শুভর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, জেলা ছাত্রদলের সদস্য সচিব এমএ বাতেনসহ অন্য নেতারা। অনুষ্ঠানে শহীদ মারুফের মা মোর্শেদা বেগমও উপস্থিত ছিলেন।

Tag :

জুলাই আন্দোলনের মূল ভূমিকা ছিল তারেক রহমানের: টুকু

আপডেট সময় : ০৬:৪৪:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, জুলাই আন্দোলনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি দাবি করেন, ওই আন্দোলনে ছাত্রদলের ৫ শতাধিক নেতাকর্মী নিহত হন এবং হাজারো মানুষ আহত হন।

বুধবার (১৬ জুলাই) রাতে টাঙ্গাইল প্রেস ক্লাবের অডিটোরিয়ামে জেলা ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত “জুলাই-আগস্টের ঐতিহাসিক গণ-অভ্যুত্থান ও শহীদদের স্মরণসভা”য় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

টুকু বলেন, “বিএনপি, ছাত্রদল ও যুবদল আন্দোলনের ক্ষয়ক্ষতির একটি সুনির্দিষ্ট তথ্য উপস্থাপন করেছে, যা অন্য কোনো পক্ষ প্রকাশ করেনি।”

তিনি আরও বলেন, “দেশের সবচেয়ে জনপ্রিয় নেতার নাম তারেক রহমান। অথচ তাকে নিয়ে নানা অপপ্রচার চালানো হচ্ছে। যারা একসময় মানুষের অধিকার হরণ করেছে, তারাও এখন তারেক রহমানকে নিয়ে কথা বলে। বিএনপি কখনো জোর করে ভোট নেয়নি, বরং জনগণ যখনই সুযোগ পেয়েছে, বিএনপিকেই বেছে নিয়েছে।”

আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করে তিনি বলেন, “সরকার নিরপেক্ষ নির্বাচন দিতে ভয় পায়, কারণ তারা জানে জনগণ বিএনপির পক্ষেই রায় দেবে।”

স্মরণসভায় জেলা ছাত্রদলের আহ্বায়ক দূর্জয় হোড় শুভর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, জেলা ছাত্রদলের সদস্য সচিব এমএ বাতেনসহ অন্য নেতারা। অনুষ্ঠানে শহীদ মারুফের মা মোর্শেদা বেগমও উপস্থিত ছিলেন।