ঢাকা ১২:১৭ অপরাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে যাবো, গ্রাম-উপজেলায় কর্মসূচি করবো” — নাহিদ ইসলাম

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৫৮:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গোপালগঞ্জ নিয়ে আমাদের অবস্থান স্পষ্ট এবং আমরা গোপালগঞ্জের জনগণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জানিয়েছেন, আবারো গোপালগঞ্জে যাবেন এবং সেখানে গ্রাম ও উপজেলায় শান্তিপূর্ণ কর্মসূচি পালন করবেন।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল ১১টার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে নাহিদ ইসলাম বলেন, “আমরা গোপালগঞ্জ ও পুরো বাংলাদেশকে মুজিববাদী সন্ত্রাস ও ফ্যাসিবাদ থেকে মুক্ত করব। আওয়ামী লীগ যুগ যুগ ধরে গোপালগঞ্জের মানুষের জীবন সংকটাপন্ন করেছে, মুক্তিযুদ্ধকে কলুষিত করেছে এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে অন্যায় করেছে।”

নাহিদ আরও বলেন, “আমাদের পূর্বঘোষিত শান্তিপূর্ণ কর্মসূচিতে পরিকল্পিতভাবে সশস্ত্র হামলা চালানো হয়েছে। আওয়ামী লীগ সবসময় গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরির চেষ্টা করে। এর পরও ৫ আগস্টের পরে কিছু কেউ ‘রিফাইন্ড আওয়ামী লীগ’ আনার চেষ্টা করেছে। তাদেরকে বলতে চাই, আওয়ামী লীগ আর কোনো রাজনৈতিক দল নয়, এটা একটি সন্ত্রাসবাদী সংগঠন।”

তিনি দাবি করেন, “জুলাই গণঅভ্যুত্থানে ঘটে যাওয়া হত্যাকাণ্ডের বিচার আইনি পথে করতে হবে। কিন্তু ছাত্রলীগ ও আওয়ামী লীগের অনেক আসামিকে গ্রেপ্তার করা হয়নি বা তারা জামিন নিয়ে পালিয়ে যায়। প্রশাসনে ফ্যাসিবাদের দোসর ও দুর্নীতিবাজ কর্মকর্তারা রয়েছে যারা টাকা দিয়ে কিনে ফেলা যায়।”

নাহিদ বলেন, “আমরা গোপালগঞ্জে শান্তিপূর্ণ পথসভা করেছি, যদিও সশস্ত্র হামলার শিকার হয়েছি। নিরাপত্তা বাহিনী নির্দেশনা অনুযায়ী আমরা সেখান থেকে সরে এসেছি। চারজনের মৃত্যুর খবর শুনেছি, যা আমরা নিন্দা জানাই এবং সন্ত্রাসীদের আইনি বিচার দাবি করছি।”

তিনি শেষ করেন, “আমরা শহীদের রক্তের শপথ নিয়ে ঘোষণা করছি—মুজিববাদ গোপালগঞ্জ ও দেশের মাটিতে জায়গা পাবে না। আমরা আবারো গোপালগঞ্জে যাবো এবং প্রতিটি গ্রামে ও উপজেলায় কর্মসূচি চালাবো। গোপালগঞ্জ হবে বাংলাদেশপন্থীদের, মুজিববাদীদের নয়।”

নাহিদ জানান, মকসুদপুর ও কোটালীপাড়ায় শহীদদের কবর রয়েছে এবং তারা এই মাটি মুজিববাদীদের দিতে চান না। তিনি গতকালের হামলার প্রতিবাদে যারা রাস্তায় নামেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ফরিদপুরে অনুষ্ঠিত হতে যাওয়া পদযাত্রায় উপস্থিত থাকার কথা জানিয়েছেন।

Tag :

গোপালগঞ্জে যাবো, গ্রাম-উপজেলায় কর্মসূচি করবো” — নাহিদ ইসলাম

আপডেট সময় : ০৬:৫৮:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গোপালগঞ্জ নিয়ে আমাদের অবস্থান স্পষ্ট এবং আমরা গোপালগঞ্জের জনগণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জানিয়েছেন, আবারো গোপালগঞ্জে যাবেন এবং সেখানে গ্রাম ও উপজেলায় শান্তিপূর্ণ কর্মসূচি পালন করবেন।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল ১১টার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে নাহিদ ইসলাম বলেন, “আমরা গোপালগঞ্জ ও পুরো বাংলাদেশকে মুজিববাদী সন্ত্রাস ও ফ্যাসিবাদ থেকে মুক্ত করব। আওয়ামী লীগ যুগ যুগ ধরে গোপালগঞ্জের মানুষের জীবন সংকটাপন্ন করেছে, মুক্তিযুদ্ধকে কলুষিত করেছে এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে অন্যায় করেছে।”

নাহিদ আরও বলেন, “আমাদের পূর্বঘোষিত শান্তিপূর্ণ কর্মসূচিতে পরিকল্পিতভাবে সশস্ত্র হামলা চালানো হয়েছে। আওয়ামী লীগ সবসময় গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরির চেষ্টা করে। এর পরও ৫ আগস্টের পরে কিছু কেউ ‘রিফাইন্ড আওয়ামী লীগ’ আনার চেষ্টা করেছে। তাদেরকে বলতে চাই, আওয়ামী লীগ আর কোনো রাজনৈতিক দল নয়, এটা একটি সন্ত্রাসবাদী সংগঠন।”

তিনি দাবি করেন, “জুলাই গণঅভ্যুত্থানে ঘটে যাওয়া হত্যাকাণ্ডের বিচার আইনি পথে করতে হবে। কিন্তু ছাত্রলীগ ও আওয়ামী লীগের অনেক আসামিকে গ্রেপ্তার করা হয়নি বা তারা জামিন নিয়ে পালিয়ে যায়। প্রশাসনে ফ্যাসিবাদের দোসর ও দুর্নীতিবাজ কর্মকর্তারা রয়েছে যারা টাকা দিয়ে কিনে ফেলা যায়।”

নাহিদ বলেন, “আমরা গোপালগঞ্জে শান্তিপূর্ণ পথসভা করেছি, যদিও সশস্ত্র হামলার শিকার হয়েছি। নিরাপত্তা বাহিনী নির্দেশনা অনুযায়ী আমরা সেখান থেকে সরে এসেছি। চারজনের মৃত্যুর খবর শুনেছি, যা আমরা নিন্দা জানাই এবং সন্ত্রাসীদের আইনি বিচার দাবি করছি।”

তিনি শেষ করেন, “আমরা শহীদের রক্তের শপথ নিয়ে ঘোষণা করছি—মুজিববাদ গোপালগঞ্জ ও দেশের মাটিতে জায়গা পাবে না। আমরা আবারো গোপালগঞ্জে যাবো এবং প্রতিটি গ্রামে ও উপজেলায় কর্মসূচি চালাবো। গোপালগঞ্জ হবে বাংলাদেশপন্থীদের, মুজিববাদীদের নয়।”

নাহিদ জানান, মকসুদপুর ও কোটালীপাড়ায় শহীদদের কবর রয়েছে এবং তারা এই মাটি মুজিববাদীদের দিতে চান না। তিনি গতকালের হামলার প্রতিবাদে যারা রাস্তায় নামেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ফরিদপুরে অনুষ্ঠিত হতে যাওয়া পদযাত্রায় উপস্থিত থাকার কথা জানিয়েছেন।