গুমবিষয়ক আইনের অধীনে একটি শক্তশালী গুমবিষয়ক কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
তিনি বলেন, আগামী এক মাসের মধ্যে গুমবিষয়ক আইন করা হবে। এ আইনের অধীনেই গুমসম্পর্কিত একটি স্থায়ী কমিশন গঠিত হবে। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
আইন করলে পরবর্তী সরকার সেটি বাতিল করবে কি না—জানতে চাইলে ড. আসিফ নজরুল বলেন, বিএনপি, জামায়াত, এনসিপি বা যে সরকারই আসুক, তারা সবাই গুমের শিকার। তারা সবাই সোচ্চার ছিলেন।

অনলাইন ডেস্ক 















