ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

অ্যাটলেটিকো মাদ্রিদকে বড় ব্যবধানে হারিয়ে ক্লাব বিশ্বকাপে অভিষেক পিএসজির

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৮:২১:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

অ্যাটলেটিকো মাদ্রিদকে ৪-০ গোলে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের অভিষেক ম্যাচটি স্মরণীয় করে রাখলো বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পিএসজি।

রোববার (১৫ জুন) ক্যালিফোর্নিয়ার রোজ বোল স্টেডিয়ামে মুখোমুখি হয় দু’দল।

গ্রুপ বি-এর খেলায় ইউরোপের এই দুটি ক্লাব মাঠে নামলেও লড়াইটা ছিল একপেশে। চ্যাম্পিয়নস লিগ জয়ের আত্মবিশ্বাসকে পুঁজি করে প্রতিপক্ষকে রীতিমতো নাস্তানাবুদ করেছে পিএসজি।

বলের নিয়ন্ত্রণ নিজেদের পক্ষে রেখে খেলার ১৯ মিনিটে এগিয়ে যায় ফরাসি ক্লাবটি। খাভিচা কাভারৎসখেলিয়ার ব্যাকপাসে বল পেয়ে বক্সের বাইরে থেকে জোড়ালো নিচু শটে বল জালে জড়ান রুইজ। প্রথমার্ধের ইনজুরি টাইমে আবারও খাভিচার অ্যাসিস্ট থেকে ব্যবধান করেন পর্তুগিজ মিডফিল্ডার ভিতিনিয়া। ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় ফ্রেঞ্চ জায়ান্টরা।

দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ধার অব্যাহত রাখে পিএসজি। ম্যাচের ৭৮তম মিনিটে ঘুরে দাঁড়ানোর বদলে উল্টো হোঁচট খেয়ে বসে মাদ্রিদের ক্লাবটি। রেফারির একটি সিদ্ধান্তের প্রতিবাদ করায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় দলটির ডিফেন্ডার ক্লিমেট ল্যাঙ্গলেটকে।

Tag :

অ্যাটলেটিকো মাদ্রিদকে বড় ব্যবধানে হারিয়ে ক্লাব বিশ্বকাপে অভিষেক পিএসজির

আপডেট সময় : ০৮:২১:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫

অ্যাটলেটিকো মাদ্রিদকে ৪-০ গোলে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের অভিষেক ম্যাচটি স্মরণীয় করে রাখলো বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পিএসজি।

রোববার (১৫ জুন) ক্যালিফোর্নিয়ার রোজ বোল স্টেডিয়ামে মুখোমুখি হয় দু’দল।

গ্রুপ বি-এর খেলায় ইউরোপের এই দুটি ক্লাব মাঠে নামলেও লড়াইটা ছিল একপেশে। চ্যাম্পিয়নস লিগ জয়ের আত্মবিশ্বাসকে পুঁজি করে প্রতিপক্ষকে রীতিমতো নাস্তানাবুদ করেছে পিএসজি।

বলের নিয়ন্ত্রণ নিজেদের পক্ষে রেখে খেলার ১৯ মিনিটে এগিয়ে যায় ফরাসি ক্লাবটি। খাভিচা কাভারৎসখেলিয়ার ব্যাকপাসে বল পেয়ে বক্সের বাইরে থেকে জোড়ালো নিচু শটে বল জালে জড়ান রুইজ। প্রথমার্ধের ইনজুরি টাইমে আবারও খাভিচার অ্যাসিস্ট থেকে ব্যবধান করেন পর্তুগিজ মিডফিল্ডার ভিতিনিয়া। ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় ফ্রেঞ্চ জায়ান্টরা।

দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ধার অব্যাহত রাখে পিএসজি। ম্যাচের ৭৮তম মিনিটে ঘুরে দাঁড়ানোর বদলে উল্টো হোঁচট খেয়ে বসে মাদ্রিদের ক্লাবটি। রেফারির একটি সিদ্ধান্তের প্রতিবাদ করায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় দলটির ডিফেন্ডার ক্লিমেট ল্যাঙ্গলেটকে।