ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সিনেমা নয়, এখনো নাটকেই মনোযোগী তানিয়া বৃষ্টি

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৫৬:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
  • ৩১ বার পড়া হয়েছে

নাটকের পরিচিত মুখ অভিনেত্রী তানিয়া বৃষ্টি। বিজ্ঞাপন ও নাটকের পাশাপাশি একাধিক সিনেমায়ও কাজ করেছেন। তবে এখন টিভি নাটকেই থিতু হয়েছেন। ঈদে তার একগুচ্ছ নাটক প্রকাশ হয়েছে। পরিবারের সঙ্গে ঈদের ছুটি কাটিয়ে ফের শুটিংয়ে ফিরেছেন তিনি।

আমি এবার ঈদের ছুটি একটু কম কাটিয়েছে। ঈদের তৃতীয় দিন থেকেই শুটিং শুরু করেছি। আরও কিছুদিন টানা কাজ করব। মোশাররফ করিম ভাই বিদেশে থাকায় বেশ কিছু নাটকের কাজ জমা ছিল। উনি আসার পর জমে থাকা কাজগুলো করছি।

প্রথমেই আমি চিত্রনাট্য ও গল্পের দিকে নজর দেই। এছাড়া আমার চরিত্রের গুরত্ব কতটা বা সেঠি কতটা চ্যালেঞ্জিং এ বিষয়টাও দেখি। গৎবাধা গল্প ও একইরকম চরিত্রে বারবার আসতে চাই না। তাতে দর্শক আগ্রহ কমে যায়। আরেকটা বিষয়ে আমি লক্ষ্য রাখি, সেটি হচ্ছে নির্মাতা। গল্প ও চিত্রনাট্য ভালো হলেই যে, কাজটি ভালো হবে এমন নয়, যদি নির্মাতা সেটি সুন্দরভাবে পর্দায় তুলে না আনেন। তাই নির্মাতাও একটি বড় বিষয় এখানে। সেজন্য গল্প, চরিত্রের পাশাপাশি নির্মাতাও আমার কাছে খুবই গুরুত্বপুর্ণ। এরপর আমি সহশিল্পী থেকে শুরু করে অন্য বিষয়গুলো দেখি।

সিনেমা নিয়ে নতুন কোন পরিকল্পনা আছে?

আপাতত সিনেমা নিয়ে তেমন কোন পরিকল্পনা নেই। তবে আমারও ইচ্ছা আছে বড় পর্দায় আবারও কাজ করার। কোনো নির্মাতা-প্রযোজক যদি আমাকে নিয়ে ভাবেন তাহলে নতুন করে হয়তো সিনেমার পরিকল্পনা করা হবে।

Tag :

সিনেমা নয়, এখনো নাটকেই মনোযোগী তানিয়া বৃষ্টি

আপডেট সময় : ০৩:৫৬:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫

নাটকের পরিচিত মুখ অভিনেত্রী তানিয়া বৃষ্টি। বিজ্ঞাপন ও নাটকের পাশাপাশি একাধিক সিনেমায়ও কাজ করেছেন। তবে এখন টিভি নাটকেই থিতু হয়েছেন। ঈদে তার একগুচ্ছ নাটক প্রকাশ হয়েছে। পরিবারের সঙ্গে ঈদের ছুটি কাটিয়ে ফের শুটিংয়ে ফিরেছেন তিনি।

আমি এবার ঈদের ছুটি একটু কম কাটিয়েছে। ঈদের তৃতীয় দিন থেকেই শুটিং শুরু করেছি। আরও কিছুদিন টানা কাজ করব। মোশাররফ করিম ভাই বিদেশে থাকায় বেশ কিছু নাটকের কাজ জমা ছিল। উনি আসার পর জমে থাকা কাজগুলো করছি।

প্রথমেই আমি চিত্রনাট্য ও গল্পের দিকে নজর দেই। এছাড়া আমার চরিত্রের গুরত্ব কতটা বা সেঠি কতটা চ্যালেঞ্জিং এ বিষয়টাও দেখি। গৎবাধা গল্প ও একইরকম চরিত্রে বারবার আসতে চাই না। তাতে দর্শক আগ্রহ কমে যায়। আরেকটা বিষয়ে আমি লক্ষ্য রাখি, সেটি হচ্ছে নির্মাতা। গল্প ও চিত্রনাট্য ভালো হলেই যে, কাজটি ভালো হবে এমন নয়, যদি নির্মাতা সেটি সুন্দরভাবে পর্দায় তুলে না আনেন। তাই নির্মাতাও একটি বড় বিষয় এখানে। সেজন্য গল্প, চরিত্রের পাশাপাশি নির্মাতাও আমার কাছে খুবই গুরুত্বপুর্ণ। এরপর আমি সহশিল্পী থেকে শুরু করে অন্য বিষয়গুলো দেখি।

সিনেমা নিয়ে নতুন কোন পরিকল্পনা আছে?

আপাতত সিনেমা নিয়ে তেমন কোন পরিকল্পনা নেই। তবে আমারও ইচ্ছা আছে বড় পর্দায় আবারও কাজ করার। কোনো নির্মাতা-প্রযোজক যদি আমাকে নিয়ে ভাবেন তাহলে নতুন করে হয়তো সিনেমার পরিকল্পনা করা হবে।