পর্যাপ্ত বাজেটের ঘাটতি থাকায় বিভিন্ন বিভাগীয় দপ্তর ও সার্কেল অফিসগুলোর গত তিন মাস ধরে কর্মকর্তা কর্মচারীদের বেতন বন্ধ হয়ে আছে।
গত তিন মাস ধরে বেতন-ভাতা পাচ্ছেন না। কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ভ্যাট কর্মকর্তা কর্মচারীদের সমস্যা সৃষ্টি হয়েছে বলে জানা যায়। এদিকে এসব কর্মকর্তা কর্মচারীদের ঈদুল ফিতর কেটেছে হতাশায়। এখন ঈদুল আজহার আগেও তাদের বেতন ভাতা পাওয়া নিয়ে বড় সংশয় দেখা দিয়েছে।
ভুক্তভোগী কর্মকর্তা কর্মচারীরা জানান, গত তিন মাস ধরে বেতন ভাতা পান নাই। এদিকে ঈদের আগে নানা জটিলতায় আটকে থাকা প্রায় সব কর্মচারীর বেতন-ভাতাদি প্রদান করা হয় নাই ।অনেক কর্মকর্তা-কর্মচারী এমন সমস্যায় রয়েছেন।
ভুক্তভোগী আরও জানান, প্রায় তিন মাস যাবৎ বেতন পাচ্ছেন না তারা। পরিবার-পরিজন নিয়ে মানবেতর দিন কাটাতে হচ্ছে তাদের। তিনি দ্রুত এ সমস্যার সমাধানের দাবি জানান।
শিরোনাম :
কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কর্মকর্তা কর্মচারীদের তিন মাস যাবত বেতন বন্ধ
-
অনলাইন ডেস্ক - আপডেট সময় : ০৯:০৭:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫
- ১০৭ বার পড়া হয়েছে
Tag :


















