ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মৌসুমি বায়ু সক্রিয়, ৬ বিভাগে বৃষ্টির আভাস

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৪৯:১২ পূর্বাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

আবহাওয়া অধিদপ্তর বলছে, খুলনা ও রাজশাহী বিভাগ বাদে বাকি ছয় বিভাগের বিভিন্ন স্থানে সোমবার বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টির পরিমাণ রবিবারের চেয়ে আজ কম হতে পারে। মঙ্গলবার বৃষ্টি আরও কমে যেতে পারে।

তবে যেহেতু মৌসুমি বায়ু এখন সক্রিয় আছে, তাই এখন বৃষ্টি মোটামুটি হবে— এমনটা বলেছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির।

তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে আজ বৃষ্টি হচ্ছে। তবে সিলেট ও ময়মনসিংহ বিভাগে বৃষ্টির পরিমাণ খানিকটা বেশি হতে পারে। এ ছাড়া ঢাকা, রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে বৃষ্টি হতে পারে।

গতকাল রাত থেকে আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীতে তিন মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। বৃষ্টি বেশি হয়েছে সকাল ৬টার পর থেকে। কিন্তু এ সময় কতটুকু বৃষ্টি হয়েছে, তার রেকর্ড এখনো আবহাওয়া অধিদপ্তর জানাতে পারেনি।

Tag :

মৌসুমি বায়ু সক্রিয়, ৬ বিভাগে বৃষ্টির আভাস

আপডেট সময় : ০৬:৪৯:১২ পূর্বাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫

আবহাওয়া অধিদপ্তর বলছে, খুলনা ও রাজশাহী বিভাগ বাদে বাকি ছয় বিভাগের বিভিন্ন স্থানে সোমবার বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টির পরিমাণ রবিবারের চেয়ে আজ কম হতে পারে। মঙ্গলবার বৃষ্টি আরও কমে যেতে পারে।

তবে যেহেতু মৌসুমি বায়ু এখন সক্রিয় আছে, তাই এখন বৃষ্টি মোটামুটি হবে— এমনটা বলেছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির।

তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে আজ বৃষ্টি হচ্ছে। তবে সিলেট ও ময়মনসিংহ বিভাগে বৃষ্টির পরিমাণ খানিকটা বেশি হতে পারে। এ ছাড়া ঢাকা, রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে বৃষ্টি হতে পারে।

গতকাল রাত থেকে আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীতে তিন মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। বৃষ্টি বেশি হয়েছে সকাল ৬টার পর থেকে। কিন্তু এ সময় কতটুকু বৃষ্টি হয়েছে, তার রেকর্ড এখনো আবহাওয়া অধিদপ্তর জানাতে পারেনি।