ঢাকা ০১:৫৯ অপরাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আড়াইলাখের বেশি ‘অবৈধ’ হজযাত্রীকে ফেরত পাঠাল সৌদি

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৮:১৫:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
  • ২৬ বার পড়া হয়েছে

অনুমতি ছাড়া হজ করার পরিকল্পনার অভিযোগে মক্কায় প্রবেশের আগেই আড়াই লাখের বেশি মুসল্লিকে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আরব নিউজ।

রোববার (১ জুন) সৌদি কর্মকর্তারা জানান, হজে অংশ নিতে মক্কায় প্রবেশের জন্য অনুমতি ছাড়া প্রায় ২ লাখ ৬৯ হাজার ৬৭৮ জনকে বাধা দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ অবৈধভাবে মক্কায় প্রবেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে।

বার্তাসংস্থা এপির প্রতিবেদনে বলা হয়, সৌদি সরকার হজে অতিরিক্ত ভিড়ের জন্য অননুমোদিত অংশগ্রহণকারীদের দায়ী করছে। গত বছরের তীব্র গ্রীষ্মের তাপদাহে মারা যাওয়ার জন্য এই অননুমোদিত অংশগ্রহণকারীদের দায়ী করছে সৌদ কর্তৃপক্ষ।

বর্তমানে মক্কায় ১৪ লাখ মুসলিম অবস্থান করছেন। আগামী কয়েক দিনের মধ্যে আরও কয়েক লাখ মুসল্লি আসবেন বলে আশা করা হচ্ছে।

অনুমতি ছাড়া হজ পালনকারীদের জন্য ৫ হাজার ডলার পর্যন্ত জরিমানা এবং নির্বাসনের মতো অন্যান্য শাস্তিমূলক ব্যবস্থা রয়েছে। এটই নীতিতে সৌদি নাগরিক এবং সেখানে বসবাসকারী সৌদি বাসিন্দারাও অন্তর্ভুক্ত।

মক্কায় এক সংবাদ সম্মেলনে কর্মকর্তারা জানিয়েছেন, ২ লাখ ৬৯ হাজার ৬৭৮ জনকে মক্কায় প্রবেশে বাধা দিয়েছেন। নিয়ম অনুযায়ী, কেবলমাত্র অনুমতিপ্রাপ্ত ব্যক্তিরাই হজ পালন করতে পারবেন, এমনকি সারা বছর মক্কা শহরে বসবাস করলেও তাদের জন্য অনুমতি প্রয়োজন।

এপির প্রতিবেদনে বলা হয়, হজ বিধি লঙ্ঘনের জন্য কর্মকর্তারা ২৩ হাজারের বেশি সৌদি বাসিন্দাকে জরিমানা করেছেন এবং ৪০০ হজ কোম্পানির লাইসেন্স বাতিল করা হয়েছে।

লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আল-ওমারি গণমাধ্যমকে বলেন, হজযাত্রীরা আমাদের নজরে আছেন, যারা নিয়ম অমান্য করবেন তারা আমাদের হাতে ধরা পড়বে।

Tag :

আড়াইলাখের বেশি ‘অবৈধ’ হজযাত্রীকে ফেরত পাঠাল সৌদি

আপডেট সময় : ০৮:১৫:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫

অনুমতি ছাড়া হজ করার পরিকল্পনার অভিযোগে মক্কায় প্রবেশের আগেই আড়াই লাখের বেশি মুসল্লিকে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আরব নিউজ।

রোববার (১ জুন) সৌদি কর্মকর্তারা জানান, হজে অংশ নিতে মক্কায় প্রবেশের জন্য অনুমতি ছাড়া প্রায় ২ লাখ ৬৯ হাজার ৬৭৮ জনকে বাধা দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ অবৈধভাবে মক্কায় প্রবেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে।

বার্তাসংস্থা এপির প্রতিবেদনে বলা হয়, সৌদি সরকার হজে অতিরিক্ত ভিড়ের জন্য অননুমোদিত অংশগ্রহণকারীদের দায়ী করছে। গত বছরের তীব্র গ্রীষ্মের তাপদাহে মারা যাওয়ার জন্য এই অননুমোদিত অংশগ্রহণকারীদের দায়ী করছে সৌদ কর্তৃপক্ষ।

বর্তমানে মক্কায় ১৪ লাখ মুসলিম অবস্থান করছেন। আগামী কয়েক দিনের মধ্যে আরও কয়েক লাখ মুসল্লি আসবেন বলে আশা করা হচ্ছে।

অনুমতি ছাড়া হজ পালনকারীদের জন্য ৫ হাজার ডলার পর্যন্ত জরিমানা এবং নির্বাসনের মতো অন্যান্য শাস্তিমূলক ব্যবস্থা রয়েছে। এটই নীতিতে সৌদি নাগরিক এবং সেখানে বসবাসকারী সৌদি বাসিন্দারাও অন্তর্ভুক্ত।

মক্কায় এক সংবাদ সম্মেলনে কর্মকর্তারা জানিয়েছেন, ২ লাখ ৬৯ হাজার ৬৭৮ জনকে মক্কায় প্রবেশে বাধা দিয়েছেন। নিয়ম অনুযায়ী, কেবলমাত্র অনুমতিপ্রাপ্ত ব্যক্তিরাই হজ পালন করতে পারবেন, এমনকি সারা বছর মক্কা শহরে বসবাস করলেও তাদের জন্য অনুমতি প্রয়োজন।

এপির প্রতিবেদনে বলা হয়, হজ বিধি লঙ্ঘনের জন্য কর্মকর্তারা ২৩ হাজারের বেশি সৌদি বাসিন্দাকে জরিমানা করেছেন এবং ৪০০ হজ কোম্পানির লাইসেন্স বাতিল করা হয়েছে।

লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আল-ওমারি গণমাধ্যমকে বলেন, হজযাত্রীরা আমাদের নজরে আছেন, যারা নিয়ম অমান্য করবেন তারা আমাদের হাতে ধরা পড়বে।