অপসারণের আগ পর্যন্ত আগারগাঁও-এর রাজস্ব ভবনে এনবিআরের চেয়ারম্যান আব্দুর রহমান খানকে অবাঞ্ছিত ঘোষণা করেছে আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের প্লাটফর্ম এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এনবিআরকে দুই ভাগ করার অধ্যাদেশ নিয়ে আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা চেয়ারম্যানের অপসারণের দাবি জানিয়ে আসছেন।
দাবি আদায়ে তার সঙ্গে ‘অসহযোগ’ কর্মসূচি পালন করছেন। সবশেষ গত ২৬ মে থেকে তিন দিনের মধ্যে তাকে অপসারণে সময় বেঁধে দেন তারা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আমাদের যৌক্তিক দাবি বাস্তবায়নে প্রতি পদে পদে বাধা সৃষ্টিকারী, প্রসেস টেম্পারিং ও সকলের অগোচরে রাষ্ট্রীয় রাজস্ব ব্যবস্থাপনার মূল কাঠামো ধ্বংসের এজেন্ডা বাস্তবায়নকারী এই চেয়ারম্যানের হাতে প্রকৃত সংস্কার কার্যক্রম হুমকির মুখে, বিধায় আমরা আশা করছি সরকার অবিলম্বে এ বিষয়ে (অপসারণের) চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান চেয়ারম্যানের প্রতি বিশ্বাস ও আস্থার চরম সংকট সৃষ্টি হওয়ায় তাকে অপসারণের দাবি ধারাবাহিকতায় ইতঃপূর্বে ঘোষিত লাগাতার অসহযোগ কর্মসূচি যথারীতি অব্যাহত আছে ও থাকবে।
এনবিআর চেয়ারম্যানের অপসারণের বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এনবিআর চেয়ারম্যান অপসারণের দাবিটি এখনো পূরণ হয়নি। আমরা দাবি করেছিলাম আজ ২৯ মের মধ্যে তাকে অপসারণ করতে হবে। বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনাধীন রয়েছে বলে আমরা আশ্বস্ত হয়েছি। সরকারের আন্তরিক হস্তক্ষেপে ইতিমধ্যে আমাদের ন্যায্য দাবি আদায়ের সুযোগ তৈরি হয়েছে।’
উল্লেখ্য, এনবিআর বিলু্প্ত করে ১২ মে এক অধ্যাদেশ জারির মাধ্যমে সরকার রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে দুটি বিভাগ তৈরির সিদ্ধান্ত নেয়। এরপর ওই অধ্যাদেশ বাতিল ও টেকসই রাজস্ব সংস্কারসহ মোট চার দফা দাবিতে ১৪ মে থেকে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে সারা দেশের কাস্টমস, ভ্যাট ও ট্যাক্স বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা ২৫ মে পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করেছে।





















