জাতীয় রাজস্ব বোর্ডের অচলাবস্থা কাটেনি। চেয়ারম্যানকে অপসারাণে আন্দোলন কারিদের দেয়া আল্টিমেটামির শেষ দিন আজ। বৃষ্টি উপেক্ষা করে আন্দোলনরত সম্মিলিত ঐক্যজোটের নের্তৃবৃন্দ আজ নিজেদের মধ্যে কথা বলে পরবর্তি পদক্ষেপ ঠিক করতে সকাল থেকেই রাজস্বভবনে উপস্থিত আছেন। আল্টিমেটামের শেষ দিনে সকলে এ বিষয়ে কথা বলার জন্য সিনিয়র সদস্যদের সাথে আলোচনার নিমিত্তে তাদের দপ্তরের সামনে জড়ো হন।
এদিকে, গতকাল নব নিযুক্ত পিএসকে দিয়ে সকল ফাইল পত্র সরিয়ে নেন বলে সূত্রে জানা যায়। আন্দোলনকারীরা তাদের পূর্বঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে তারা আজকে সকলে একত্রিত হন। আন্দোলনকারিদের অনেকেই চেয়ারম্যান অপসারণে তাদের দাবি সফলতার দিকে যাচ্ছে বলে মনে করছেন।





















