ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

প্রথম নয় মাসে বাণিজ্য ঘাটতি ১৫৪৩ কোটি ডলার

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৮:০২:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
  • ৫৯ বার পড়া হয়েছে

চলতি অর্থবছরের প্রথম নয় মাসে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ১৫৪৩ কোটি ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২ দশমিক শূন্য ৩ শতাংশ কম। গত ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-মার্চ সময়ে বাণিজ্য ঘাটতি ছিল ১৫৭৫ কোটি ডলার।

 

 

মূলত রপ্তানির তুলনায় আমদানি বেড়ে যাওয়ার কারণে ঘাটতি বেড়েছে বলে জানিয়েছেন অর্থনীতিবিদরা।

 

বাংলাদেশ ব্যাংক মঙ্গলবার হালনাগাদ যে তথ্য প্রকাশ করেছে, তাতে চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম নয় মাসে ৩৩৮৭ কোটি ডলারের পণ্য ও সেবা রপ্তানি করেছে বাংলাদেশ।

 

আগের অর্থবছরের একই সময়ে রপ্তানি আয় ছিল ৩০৯৫ কোটি ডলার। সেই হিসেবে রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে ৯ দশমিক ৫০ শতাংশ।

 

 

চলতি অর্থবছরের জুলাই-মার্চ সময়ে বাংলাদেশ আমদানি করেছে ৪৯৩০ কোটি ডলারের পণ্য ও সেবা। আগের অর্থবছর একই সময়ে আমদানি ব্যয় ছিল ৪৬৭০ কোটি ডলার। সেই হিসাবে আমদানি বেড়েছে ৫ দশমিক ৬০ শতাংশ।

 

চলতি অর্থবছরের প্রথম নয় মাসে লেনদেন ভারসাম্যে (ব্যালেন্স অব পেমেন্ট) চলতি হিসাবের ঘাটতি কমেছে।

 

মার্চ পর্যন্ত সময়ে চলতি হিসাবে ঘাটতি ছিল ৬৫ কোটি ৯০ লাখ ডলার। আগের অর্থবছর একই সময়ে ঘাটতি ছিল ৪৪০ কোটি ডলার।

 

 

কোনো দেশের নিয়মিত বৈদেশিক লেনদেন পরিস্থিতি বোঝা যায় চলতি হিসাবের মাধ্যমে। আমদানি-রপ্তানিসহ অন্যান্য নিয়মিত আয়-ব্যয় এতে অন্তর্ভুক্ত হয়। এখানে উদ্বৃত্ত হলে চলতি লেনদেনের জন্য দেশকে কোনো ঋণ করতে হয় না। তবে ঘাটতি থাকলে তা মেটাতে ঋণ নিতে হয়।

Tag :

প্রথম নয় মাসে বাণিজ্য ঘাটতি ১৫৪৩ কোটি ডলার

আপডেট সময় : ০৮:০২:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫

চলতি অর্থবছরের প্রথম নয় মাসে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ১৫৪৩ কোটি ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২ দশমিক শূন্য ৩ শতাংশ কম। গত ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-মার্চ সময়ে বাণিজ্য ঘাটতি ছিল ১৫৭৫ কোটি ডলার।

 

 

মূলত রপ্তানির তুলনায় আমদানি বেড়ে যাওয়ার কারণে ঘাটতি বেড়েছে বলে জানিয়েছেন অর্থনীতিবিদরা।

 

বাংলাদেশ ব্যাংক মঙ্গলবার হালনাগাদ যে তথ্য প্রকাশ করেছে, তাতে চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম নয় মাসে ৩৩৮৭ কোটি ডলারের পণ্য ও সেবা রপ্তানি করেছে বাংলাদেশ।

 

আগের অর্থবছরের একই সময়ে রপ্তানি আয় ছিল ৩০৯৫ কোটি ডলার। সেই হিসেবে রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে ৯ দশমিক ৫০ শতাংশ।

 

 

চলতি অর্থবছরের জুলাই-মার্চ সময়ে বাংলাদেশ আমদানি করেছে ৪৯৩০ কোটি ডলারের পণ্য ও সেবা। আগের অর্থবছর একই সময়ে আমদানি ব্যয় ছিল ৪৬৭০ কোটি ডলার। সেই হিসাবে আমদানি বেড়েছে ৫ দশমিক ৬০ শতাংশ।

 

চলতি অর্থবছরের প্রথম নয় মাসে লেনদেন ভারসাম্যে (ব্যালেন্স অব পেমেন্ট) চলতি হিসাবের ঘাটতি কমেছে।

 

মার্চ পর্যন্ত সময়ে চলতি হিসাবে ঘাটতি ছিল ৬৫ কোটি ৯০ লাখ ডলার। আগের অর্থবছর একই সময়ে ঘাটতি ছিল ৪৪০ কোটি ডলার।

 

 

কোনো দেশের নিয়মিত বৈদেশিক লেনদেন পরিস্থিতি বোঝা যায় চলতি হিসাবের মাধ্যমে। আমদানি-রপ্তানিসহ অন্যান্য নিয়মিত আয়-ব্যয় এতে অন্তর্ভুক্ত হয়। এখানে উদ্বৃত্ত হলে চলতি লেনদেনের জন্য দেশকে কোনো ঋণ করতে হয় না। তবে ঘাটতি থাকলে তা মেটাতে ঋণ নিতে হয়।