ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

প্রতিহিংসার জেরে মসজিদের নামকরণ নিয়ে মামলা অতঃপর প্রতি জুম্মা’তে তৈরি হয় বিশৃঙ্খলা

বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার ৬ নং চিংড়া খালী ইউনিয়নের অন্তর্ভুক্ত উত্তর চিংড়াখালী খান বাড়ি জামে মসজিদের জমিদাতা মৃত মঙ্গল আলী খান গং, তার সন্তান মৃত হাবিবুর রহমান খান। যুগ যুগ ধরে খানবাড়ি মসজিদ পরিচিত পরিচালনা করে এসেছেন মৃত হাবিবুর রহমান সাহেব গং। বর্তমানে সভাপতির দায়িত্ব পালন করছেন তার ছেলে মোঃ মোস্তাফিজুর রহমান খান।

 

মসজিদে লিখিত পর্যায়ে সর্বদা দেখা যায় যে, উত্তর চিংড়াখালি খান বাড়ি জামে মসজিদ অনলাইনে বেশ খ্যাত রয়েছে। বিভিন্ন সময় বড় ধরনের অনুদান এবং বিভিন্ন মসজিদের সংরক্ষণ কাজে বড় ধরনের অনুদান প্রদান করে মৃত হাবিবুর রহমান খান গং এর সন্তানেরা।

 

এক শ্রেণির অসৎ চক্র লোকবলের উস্কানিতে মৃত হাবিবুর রহমান খান এর সন্তানদের উপর হামলা চালিয়ে বর্তমান দায়িত্বরত মসজিদের সভাপতি সাবেক সেনা সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান লালের কাছের লোকজনের উপরে দুষ্কৃতিকারীরা হুমকি ধামকির মধ্যে রেখেছে। একই বাড়ির উপরে অন্য বংশধর বসবাস করেন। এর মধ্যে অন্যতম (মোঃ মুন্না কাজী, পিতা- মৃত চান কাজী), (মোঃ কিছলু কাজী, পিতা- মৃত মোজাফফর কাজী), (মোঃ আমিনুল ইসলাম (জুলহাস) সরদার, পিতা- মৃত লুৎফর রহমান সরদার), (মোঃ সায়েম সরদার, পিতা- মৃত সেকেন্দার আলী সরদার), (মোঃ মজিবর সিকদার, পিতা- মৃত ইসমাইল সিকদার), (মোঃ খোকন শিকদার, পিতা- মৃত হাতেম আলী শিকদার)। খোজ নিয়ে জানা যায়, প্রতি শুক্রবারই জুম্মার দিন মসজিদে নামকরণ নিয়ে হট্টগোল মারামারি- প্রোপাগান্ডা সৃষ্টি করার চেষ্টা করেন, এতে মুসল্লিরা নামাজ আদায়ে বিরক্ত বোধ করে।

এদিকে মসজিদের জমিদাতা গং দায়িত্বপ্রাপ্ত সভাপতিকে বারবার হুমকি ধামকি দিচ্ছে মসজিদের নামকরণ নিয়ে এলাকাবাসীর কারো কোন সমস্যা নেই, শুধুমাত্র উল্লেখিত ৬ জনের সমস্য। যাদের নেই নামাজ, হজ্জ, যাকাত, মসজিদে অনুদান। বর্তমানে এদের কারণে পথেঘাটে সাধারনভাবে চলাচল পারছে না মসজিদের জমিদাতা গং। দায়িত্বপ্রাপ্ত মসজিদের সভাপতি জানায়, কাজী বাদী হয়ে মসজিদের নামকরণ নিয়ে একটি মামলা দায়ের করেন। নামকরণ নিয়ে মামলায় যেটা রায় হয় সেটা বর্তমান সভাপতি জমিদাতা গং মেনে নিবেন। মামলা চলমান অবস্থায় কেন বারবার হামলার হুমকি, মসজিদের ভিতর জুম্মার দিন হইচই বিশৃঙ্খলা যাতে না হয় সে ব্যাপারে বর্তমান মসজিদ কমিটির সভাপতি আইন-শৃঙ্খলা কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।

Tag :

প্রতিহিংসার জেরে মসজিদের নামকরণ নিয়ে মামলা অতঃপর প্রতি জুম্মা’তে তৈরি হয় বিশৃঙ্খলা

আপডেট সময় : ১১:২২:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫

বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার ৬ নং চিংড়া খালী ইউনিয়নের অন্তর্ভুক্ত উত্তর চিংড়াখালী খান বাড়ি জামে মসজিদের জমিদাতা মৃত মঙ্গল আলী খান গং, তার সন্তান মৃত হাবিবুর রহমান খান। যুগ যুগ ধরে খানবাড়ি মসজিদ পরিচিত পরিচালনা করে এসেছেন মৃত হাবিবুর রহমান সাহেব গং। বর্তমানে সভাপতির দায়িত্ব পালন করছেন তার ছেলে মোঃ মোস্তাফিজুর রহমান খান।

 

মসজিদে লিখিত পর্যায়ে সর্বদা দেখা যায় যে, উত্তর চিংড়াখালি খান বাড়ি জামে মসজিদ অনলাইনে বেশ খ্যাত রয়েছে। বিভিন্ন সময় বড় ধরনের অনুদান এবং বিভিন্ন মসজিদের সংরক্ষণ কাজে বড় ধরনের অনুদান প্রদান করে মৃত হাবিবুর রহমান খান গং এর সন্তানেরা।

 

এক শ্রেণির অসৎ চক্র লোকবলের উস্কানিতে মৃত হাবিবুর রহমান খান এর সন্তানদের উপর হামলা চালিয়ে বর্তমান দায়িত্বরত মসজিদের সভাপতি সাবেক সেনা সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান লালের কাছের লোকজনের উপরে দুষ্কৃতিকারীরা হুমকি ধামকির মধ্যে রেখেছে। একই বাড়ির উপরে অন্য বংশধর বসবাস করেন। এর মধ্যে অন্যতম (মোঃ মুন্না কাজী, পিতা- মৃত চান কাজী), (মোঃ কিছলু কাজী, পিতা- মৃত মোজাফফর কাজী), (মোঃ আমিনুল ইসলাম (জুলহাস) সরদার, পিতা- মৃত লুৎফর রহমান সরদার), (মোঃ সায়েম সরদার, পিতা- মৃত সেকেন্দার আলী সরদার), (মোঃ মজিবর সিকদার, পিতা- মৃত ইসমাইল সিকদার), (মোঃ খোকন শিকদার, পিতা- মৃত হাতেম আলী শিকদার)। খোজ নিয়ে জানা যায়, প্রতি শুক্রবারই জুম্মার দিন মসজিদে নামকরণ নিয়ে হট্টগোল মারামারি- প্রোপাগান্ডা সৃষ্টি করার চেষ্টা করেন, এতে মুসল্লিরা নামাজ আদায়ে বিরক্ত বোধ করে।

এদিকে মসজিদের জমিদাতা গং দায়িত্বপ্রাপ্ত সভাপতিকে বারবার হুমকি ধামকি দিচ্ছে মসজিদের নামকরণ নিয়ে এলাকাবাসীর কারো কোন সমস্যা নেই, শুধুমাত্র উল্লেখিত ৬ জনের সমস্য। যাদের নেই নামাজ, হজ্জ, যাকাত, মসজিদে অনুদান। বর্তমানে এদের কারণে পথেঘাটে সাধারনভাবে চলাচল পারছে না মসজিদের জমিদাতা গং। দায়িত্বপ্রাপ্ত মসজিদের সভাপতি জানায়, কাজী বাদী হয়ে মসজিদের নামকরণ নিয়ে একটি মামলা দায়ের করেন। নামকরণ নিয়ে মামলায় যেটা রায় হয় সেটা বর্তমান সভাপতি জমিদাতা গং মেনে নিবেন। মামলা চলমান অবস্থায় কেন বারবার হামলার হুমকি, মসজিদের ভিতর জুম্মার দিন হইচই বিশৃঙ্খলা যাতে না হয় সে ব্যাপারে বর্তমান মসজিদ কমিটির সভাপতি আইন-শৃঙ্খলা কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।