ঢাকা ১২:১৬ অপরাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বান্দরবানে কর্মসংস্থান ব্যাংকের ব্যবসায়িক উন্নয়ন সভা অনুষ্ঠিত

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:০২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে

কর্মসংস্থান ব্যাংকের চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলাধীন আঞ্চলিক ও শাখা ব্যবস্থাপক এবং মাঠকর্মীদের অংশগ্রহণে “ব্যবসায়িক উন্নয়ন সভা-২০২৫” শুক্রবার বান্দরবানে অনুষ্ঠিত হয়েছে।

 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন কর্মসংস্থান ব্যাংকের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সচিব ড. এ এফ এম মতিউর রহমান।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী এবং নিরীক্ষা মহাবিভাগের মহাব্যবস্থাপক মো. আমিরুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মো. মোমতাজ উদ্দিন। এছাড়াও প্রধান কার্যালয়ের ঋণ আদায় বিভাগের উপ-মহাব্যবস্থাপক মুহা. আকতার হোসেন প্রধান সভায় উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথি তাঁর বক্তব্যে সকলকে দায়িত্বশীলতার সাথে প্রচলিত নিয়ম-নীতির প্রতি আন্তরিক থেকে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি তিনি চলতি অর্থবছরের অবশিষ্ট সময়ের মধ্যে ব্যাংকের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা শতভাগ অর্জনের জন্য সম্মিলিতভাবে কাজ করার তাগিদ দেন।

 

ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী বলেন, কর্মসংস্থান ব্যাংকের মূল উদ্দেশ্য বাস্তবায়নে সবাইকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, “বিশ্বায়নের এই প্রতিযোগিতামূলক যুগে টিকে থাকতে হলে আমাদের ব্যাংককে একটি আধুনিক, উন্নত ও গ্রাহকবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে।”

 

তিনি আরও বলেন, বর্তমান ব্যবসায়িক বাস্তবতায় কর্মসংস্থান ব্যাংককে এগিয়ে নিতে হলে নতুন নতুন ঋণ প্রদানের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে এবং এর মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে হবে।

Tag :

বান্দরবানে কর্মসংস্থান ব্যাংকের ব্যবসায়িক উন্নয়ন সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:০২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

কর্মসংস্থান ব্যাংকের চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলাধীন আঞ্চলিক ও শাখা ব্যবস্থাপক এবং মাঠকর্মীদের অংশগ্রহণে “ব্যবসায়িক উন্নয়ন সভা-২০২৫” শুক্রবার বান্দরবানে অনুষ্ঠিত হয়েছে।

 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন কর্মসংস্থান ব্যাংকের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সচিব ড. এ এফ এম মতিউর রহমান।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী এবং নিরীক্ষা মহাবিভাগের মহাব্যবস্থাপক মো. আমিরুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মো. মোমতাজ উদ্দিন। এছাড়াও প্রধান কার্যালয়ের ঋণ আদায় বিভাগের উপ-মহাব্যবস্থাপক মুহা. আকতার হোসেন প্রধান সভায় উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথি তাঁর বক্তব্যে সকলকে দায়িত্বশীলতার সাথে প্রচলিত নিয়ম-নীতির প্রতি আন্তরিক থেকে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি তিনি চলতি অর্থবছরের অবশিষ্ট সময়ের মধ্যে ব্যাংকের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা শতভাগ অর্জনের জন্য সম্মিলিতভাবে কাজ করার তাগিদ দেন।

 

ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী বলেন, কর্মসংস্থান ব্যাংকের মূল উদ্দেশ্য বাস্তবায়নে সবাইকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, “বিশ্বায়নের এই প্রতিযোগিতামূলক যুগে টিকে থাকতে হলে আমাদের ব্যাংককে একটি আধুনিক, উন্নত ও গ্রাহকবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে।”

 

তিনি আরও বলেন, বর্তমান ব্যবসায়িক বাস্তবতায় কর্মসংস্থান ব্যাংককে এগিয়ে নিতে হলে নতুন নতুন ঋণ প্রদানের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে এবং এর মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে হবে।